ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

নয় বছর পর প্রথম অস্ট্রেলীয় কিপারের রেকর্ড গড়া শতক

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ডিসেম্বর ২৮ ১৪:৪৫:৩২
নয় বছর পর প্রথম অস্ট্রেলীয় কিপারের রেকর্ড গড়া শতক

বৃষ্টির কারণে তৃতীয় দিনে খেলা হয়েছে মাত্র ৫৪ ওভার, ক্যারি ও গ্রিনের ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া তোলে ১৮৯ রান। অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স ৮ উইকেটে ৫৭৫ রান তুলে ইনিংস ঘোষণা করে। ৩৮৬ রানে পিছিয়ে থাকা প্রোটিয়ারা ব্যাট করতে নেমে হারিয়েছে অধিনায়ক ডিন এলগারকে।

ওয়ার্নারের ডাবল সেঞ্চুরি আর স্টিভ স্মিথের ৮৫ রানের ইনিংসে ১৯৭ রানে এগিয়ে থেকে তৃতীয় দিনে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার হয়ে দিনের আঘাত হানে আনরিখ নর্কিয়া। ট্রেভিস হেড আউট হন ৫১ রান করে।

এরপর ক্রিজে রিটায়ার্ড হার্ট হয়ে ফিরে যাওয়া ডেভিড ওয়ার্নার। তবে আজকে আর রানের খাতা খুলতে পারেননি তিনি। এই দিনে খেলা প্রথম বলেই ফেরেন ওয়ার্নার। এর পরপরই ফেরেন প্যাট কামিন্স। আঙুলের চোটের কারণে তখনো ক্রিজে আসেননি গ্রিন।

তবে নাথান লায়ন ক্রিজে বেশিক্ষণ টিকতে না পারলে মাঠে নামতে হয় তাঁর। আঙুলের চোটে সিরিজ থেকে ছিটকে যাওয়া অলরাউন্ডার খেলেন ১৭৭ বল, অপরাজিত থাকেন ৫১ রানে। গ্রিন রক্ষণাত্মক কৌশলে খেললেও অপর প্রান্তে আক্রমণাত্মক খেলেই ক্যারি করেন ১১১ রান। ২০১৩ সালের পর টেস্টে এই প্রথম অস্ট্রেলিয়ান কোনো উইকেটকিপারের সেঞ্চুরি এটি। সর্বশেষ উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করেছিলেন ব্র্যাড হেইডেন।

চোট নিয়ে ব্যাট করেছেন মিচেল স্টার্কও। নতুন বলে অস্ট্রেলিয়ার হয়ে শুরুটাও করেছেন তিনি। তবে অস্ট্রেলিয়ার হয়ে প্রথম উইকেট নেন কামিন্স। ফেরান ডিন এলগারকে। প্রোটিয়ারা ১৫ রানে ১ উইকেট নিয়ে দিন শেষ করেছে। এখনো ৩৭১ রানে পিছিয়ে এলগারের দল।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ