ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

আইপিএলে কলকাতার হয়ে খেলতে আমি মুখিয়ে আছি : লিটন দাস

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ডিসেম্বর ২৯ ১৪:৪৬:২৬
আইপিএলে কলকাতার হয়ে খেলতে আমি মুখিয়ে আছি : লিটন দাস

তাইতো পুরস্কার হিসেবে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন আইপিএলে। আইপিএলের এবারের আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন লিটন দাস। প্রথমবারের মতো সুযোগ পাওয়া আইপিএলে খেলতে মুখিয়ে আছেন বলে জানিয়েছেন লিটন দাস। কলকাতার এবিপি বাংলায় দেওয়া এক সাক্ষাৎকারে লিটন বলেছেন,

“লক্ষ্য আলাদা কিছুই না। আইপিএল বড় ইভেন্ট। জাঁকজমকপূর্ণ টুর্নামেন্ট। আন্তর্জাতিক ক্রিকেটের অনেক তারকা খেলে। অনেক কিছু শিখে আসার সুযোগ পাব। আন্তর্জাতিক ম্যাচের মতোই হাইভোল্টেজ দ্বৈরথ হয় আইপিএলে। অভিজ্ঞতা সঞ্চয় করতে পারব। আইপিএলে খেলতে আমি মুখিয়ে আছি”

অবশ্য প্রথমবার আইপিএলের মতো বড় লিগে খেলার সুযোগ পেয়ে যারপরনাই রোমাঞ্চিত লিটন। পাশাপাশি কলকাতা নাইট রাইডার্সে সুযোগ পাওয়ায় অনুভূতিটা অন্যরকম, “দারুণ অনুভূতি। আইপিএলে সুযোগ পাওয়া সহজ নয়। আমি সৌভাগ্যবান যে, সেই সুযোগ পেয়েছি। কলকাতার দলে সুযোগ পেয়ে আলাদা অনুভূতি তো হচ্ছেই। দেশের বাইরে আছি মনেই হবে না।”

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ