ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

মেসিকে নিয়ে যা বললেন এমবাপ্পে

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ডিসেম্বর ২৯ ১৪:৫৬:৪৮
মেসিকে নিয়ে যা বললেন এমবাপ্পে

বিশ্বকাপ ব্যর্থতা ভুলে এমবাপ্পের ভাবনা এখন ক্লাবকে ঘিরে। তাই অপেক্ষায় আছেন সতীর্থ লিওনেল মেসির।

বিশ্বকাপ জয়ের পর মেসি এখনো পরিবারের সঙ্গে আর্জেন্টিনায় রয়েছেন। কিছুদিনের মধ্যেই ফিরবেন পিএসজি শিবিরে। স্ট্রাসবার্গের বিপক্ষে জয়ের পর এমবাপ্পে বলেন, ‘আমরা মেসির অপেক্ষায় আছি যাতে আমরা একসঙ্গে জিততে পারি, একসঙ্গে গোল উদযাপন করতে পারি। ’

বিশ্বকাপ জয়ের পর মেসিকে অভিনন্দনও জানিয়েছিলেন এমবাপ্পে। এই প্রসঙ্গে এমবাপ্পে বলেন, ‘ম্যাচ (ফাইনাল) শেষে আমি মেসির সঙ্গে কথা বলেছি। আমি তাকে অভিনন্দন জানিয়েছিলাম কারণ সে সারাজীবন এই ট্রফিটার খোঁজ করতেছিল। আমিও চেয়েছিলাম জিততে, তবে পারিনি। ’

আর্জেন্টিনার গোলরক্ষক এমি মার্তিনেজের উদযাপন নিয়ে এমবাপ্পে বলেন, ‘(মার্তিনেজের) উদযাপন নিয়ে আমার সমস্যা নেই। এসব নিরর্থক বিষয়ে কথা বলে সময় নষ্ট করতে চাই না। আমার কাছে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, ক্লাবের জন্য নিজের সেরাটা দেওয়া। ’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ