পিসিবি তছনছ করে দিয়েছে রমিজ
শেঠি জানিয়েছেন, দায়িত্ব পালনকালে পিসিবিতে তছনছ করেন রমিজ। রমিজের কারণে পিসিবির অনেক ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছেন নতুন এই চেয়ারম্যান। সেই সঙ্গে কীভাবে এতোসব কিছু ঠিক করবেন সেই চিন্তায় ঠিক মতো ঘুম হচ্ছে না বলে জানিয়েছেন শেঠি।
এ প্রসঙ্গে পিসিবির বর্তমান চেয়ারম্যান বলেছেন, 'ওরা কী করেছে সেটা আমাদের সামনেই আছে। সব তছনছ করে দিয়েছে। পাকিস্তান ক্রিকেটের বিশাল ক্ষতি করে দিয়েছে। এখন আবার সব ভাল করতে হবে। শূন্য থেকে শুরু করতে হবে। সেটাই বড় চ্যালেঞ্জ। কিভাবে সব ঠিক করব সেটা ভেবে রাতে ঘুমোতেও পারছি না।'
এর আগেও একবার পিসিবির চেয়ারম্যান হয়েছিলেন শেঠি। সেই সময় পাকিস্তানে ক্রিকেট ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এই দক্ষ সংগঠক। যদিও ইমরান খান ক্ষমতায় আসার পর তার দায়িত্ব ছাড়তে হয়। শেঠি আগে থেকেই জানতেন তখন তার দায়িত্ব ছাড়তে হবে।
তিনি বলেন, ‘আমি দায়িত্ব নিতে চাইনি। আমাকে বলা হয়েছিল তিন মাসের জন্য দায়িত্ব নিতে। সংবিধান পরিবর্তন করতে। সেটা করেছিলাম। কিন্তু আইনি প্রক্রিয়ায় সব আটকে যায়। এক বছর পরে আবার সুযোগ আসে। প্রথমেই পাকিস্তান সুপার লিগের আয়োজন সাফল্যের সঙ্গে করেছি। কিন্তু ইমরান ক্ষমতায় আসার পরে আমি জানতাম, ও নিজের লোকদের ক্ষমতায় আনবে। মতের মিল হচ্ছিল না বলে সরে গিয়েছিলাম।’
বেশ কিছুদিন ধরেই এশিয়া কাপ নিয়ে পাকিস্তান ও ভারতের মধ্যে বাকযুদ্ধ চলছে। ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না এলে ভারত বিশ্বকাপে না খেলার হুমকি দিয়েছিলেন রমিজ। শেঠি অবশ্য কিছুটা নমনীয় হয়েছেন। তিনি সিদ্ধান্তের ভার সরকারের কাছে ছেড়ে দিয়েছেন।
তার ভাষ্য, ‘এত তাড়াতাড়ি এ বিষয়ে কোনও মন্তব্য করব না। বোর্ডের সদস্যদের সঙ্গে আলোচনা করতে হবে। আমি জানি না, আগের বোর্ড প্রধান কি সিদ্ধান্ত নিয়েছিলেন। আমি কিছু শুনেছি। কিন্তু পরিস্থিতি দেখে সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে হয়। কারণ, সেই সিদ্ধান্তের উপর অনেক কিছু নির্ভর করে। ভারতে খেলার বিষয়ে আমরা কোনও সিদ্ধান্ত নিতে পারি না। সব সিদ্ধান্ত নেবে পাকিস্তান সরকার। ওরা যা বলবে সেটাই হবে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড দ্বিতীয় টেস্ট: দ্বিতীয় দিন শেষে চালকের আসনে বাংলাদেশ
- আজকের ভূমিকম্পের উৎপত্তিস্থল কোথায়
- সতর্কবার্তা: ‘আরও বড় ভূমিকম্প হতে পারে’
- ভয়াবহ ভূমিকম্পে ঢাকাসহ কেঁপে উঠল সারাদেশ
- বিএনপি অভ্যন্তরীণ কোন্দল: যেসব আসনে পরিবর্তন হচ্ছে প্রার্থী
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: বোলিংয়ে বাংলাদেশ, খেলাটি সরাসর দেখুন Live
- সোনার দামে বড় পতন: ২২ ক্যারেট স্বর্ণের ভরি এখন কত
- বাংলাদেশ বনাম ভারত সেমি ফাইনাল: সুপার ওভারে শেষ ম্যাচ, জানুন ফলাফল
- ভূমিকম্পে কাঁপল দেশ; আতঙ্কের মাঝেই গুরুত্বপূর্ণ বার্তা দিলেন আজহারী
- ভূমিকম্প: এই সময় করণীয় কি বিশেষজ্ঞদের পরামর্শ
- বাংলাদেশ বনাম ভারত সেমি ফাইনাল: খেলাটি সরাসরি দেখুন Live
- ভূমিকম্পে কাঁপলো দেশ: ১৩টি এলাকা সর্বোচ্চ ঝুঁকিতে
- আজকের সোনার দাম:(শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫)
- আজ ব্রাজিল বনাম মরক্কো কোয়ার্টার ফাইনাল: খেলাটি সরাসরি Live দেখবেন যেভাবে
- dhaka division earthquake:‘এটি বড় ভূমিকম্পের আগাম বার্তা’