ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

ঋষভ পন্থের দুর্ঘটনার ৩ কারণ ফাঁস, কাঠগড়ায় বিসিসিআই

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ডিসেম্বর ৩১ ১৪:৩১:১৩
ঋষভ পন্থের দুর্ঘটনার ৩ কারণ ফাঁস, কাঠগড়ায় বিসিসিআই

গাড়ি চালানোর সময় ঘুমিয়ে পড়া

শোনা যাচ্ছে এ দিন গাড়ি চালানোর সময় ঘুমিয়ে পড়েছিলেন পন্থ। আসলে ভোরের দিকে চোখ লেগে যাওয়া খুবই স্বাভাবিক। আর এই ভারতীয় ক্রিকেটারের ক্ষেত্রে ঠিক তেমনটাই ঘটেছে। পন্থ নিজের মুখেই বলেন, “মায়ের সঙ্গে দেখা করার তাড়া ছিল। তবে গাড়ি চালানোর সময় চোখ লেগে গিয়েছিল।” এর সঙ্গে শোনা যাচ্ছে গাড়ির গতি ছিল বেশি। সেটা ১০০, ১৫০ নাকি ২০০? সামনে আসা সিসিটিভি ভিডিওতে গাড়ি দুর্ঘটনার গতি দেখে অনুমান করা হচ্ছে যে গাড়িটি খুব বেশি গতিতে চলছিল। দুর্ঘটনার পর গাড়ির অবস্থা দেখে অনুমান করা যায় গাড়ির গতি নিশ্চয়ই খুব দ্রুত ছিল। দুর্ঘটনার সময় গাড়িতে একাই ছিলেন পন্থ। তবে গাড়ির গতি সম্পর্কে পুলিশের পক্ষ থেকে কোন তথ্য জানানো হয়নি।

মায়ের সঙ্গে দেখা করার তাড়া

পন্থ তার মাকে চমকে দিতে বাড়িতে যাচ্ছিলেন এবং তার পরিবারের সাথে নতুন বছর কাটানোর পরিকল্পনা করেছিলেন। তাই গভীর রাতে দিল্লি থেকে রুরকির দিকে গাড়িতে একাই রওনা হয়েছিলেন তিনি। ড্রাইভারও পন্থের সাথে ছিল না এবং এই সময় তার হঠাৎ ঘুম আসে, যার কারণে তার দুর্ঘটনা ঘটে। এখন প্রশ্ন হল তাহলে কি মায়ের সঙ্গে দেখা করার জন্য কি জোরে গাড়ি চালাচ্ছিলেন পন্থ? মায়ের সঙ্গে ব্রেকফাস্ট করে সময় কাটানোটাই ছিল মূল উদ্দেশ্য। সেটাকে মাথায় রেখেই নিজের জীবনের ঝুঁকি নিয়ে ফেলেন ভারতীয় এই ক্রিকেটার।

শ্রীলঙ্কা সিরিজ থেকে বাদ

৩ জানুয়ারি থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজের জন্য ভারতীয় ক্রিকেট দল ঘোষণা করা হয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে টি-২০ ও ওয়ানডে দলে অনেক পরিবর্তন দেখা গেছে। তবে দল নির্বাচনে সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল দুই দলেই ঋষভ পন্থের নাম ছিল না। পন্থের দলে না থাকায় ফ্যানরাও তাদের বিস্ময় প্রকাশ করেছেন। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টিতেও তার পারফরমেন্স খুব একটা ভালো হয়নি। এমতাবস্থায় অনুমান করা হচ্ছে, এই সব নিয়েও চিন্তা করছিলেন পন্থ। আর এই সব চিন্তা থেকেই এমন দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছেন তিনি। আর এই জন্য বিসিসিআইকে তোলা হয়েছে কাঠগড়ায়।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ