ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

জাতীয় দল নিয়ে খেলবে বরিশাল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ জানুয়ারি ০১ ১০:২০:২৮
জাতীয় দল নিয়ে খেলবে বরিশাল

গত আসরে প্রথমবারের মতো বিপিএলে অংশ নিয়েছিল ফরচুন বরিশাল। সেবারও দল গঠনে চমক দেখিয়েছিল দলটি। প্রথম আসরেই তারা হয়েছিল রানারআপ। অল্পের জন্য শিরোপা হাতছাড়া হয়ে যাওয়ার পর এবার বেশ আটঘাট বেঁধে দল গুছিয়েছে বরিশাল। ২০২৩ আসরের জন্যও দলে তারকার মেলা। দেশি ক্রিকেটারদের মধ্যে বেশির ভাগই জাতীয় দলের খেলোয়াড়।

বরিশালের পক্ষে এবার মাঠ মাতাবেন দেশের সেরা দুই অলরাউন্ডার সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। তাদের সাথে আছেন সম্প্রতি জাতীয় দলের পক্ষে ভালো পারফর্ম করা মাহমুদউল্লাহ রিয়াদ, এবাদত হোসেন ও সৈয়দ খালেদ আহমেদ। যদিও রিয়াদ ওয়ানডে ও খালেদ টেস্টে পারফর্ম করেছেন। তবুও ফর্মে তো ফিরেছেন তারা!

জাতীয় দলের এই পারফর্মারদের নিয়ে গঠিত দলের শক্তির জানান দিতে মিরাজ বলেন, "আলহামদুলিল্লাহ আমাদের প্রস্তুতি ভালো চলছে। সম্প্রতি যে সিরিজগুলো (বাংলাদেশ দলের) আমরা খেলেছি, সেখানে কিন্তু আমাদের দলের (বরিশাল) খেলোয়াড়রাই পারফর্ম করেছে, সাকিব ভাই, আমি, এবাদত, রিয়াদ ভাই, খালেদ ছিল। আমাদের দলের প্রায় সবাই ফর্মে আছে। "

মিরাজ আরো বলেন, "যারা জাতীয় দলে পারফর্ম করেছি, বেশির ভাগ খেলোয়াড়ই এবার ফরচুন বরিশালে খেলব। আমরা যদি সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারি, তাহলে ফরচুন বরিশালকে চ্যাম্পিয়ন করতে পারব আশা করি, ইনশাআল্লাহ।"

ফরচুন বরিশালের স্কোয়াড : এনামুল হক বিজয়, ফজলে মাহমুদ রাব্বি, সাইফ হাসান, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, রাহকিম কর্নওয়াল, এবাদত হোসেন চৌধুরী, খালেদ আহমেদ, নাভিন উল হক, ইফতিখার আহমেদ, মোহাম্মদ ওয়াসিম, উসমান কাদির, ইবরাহিম জাদরান, করিম জানাত, রহমানউল্লাহ গুরবাজ, কেসরিক উইলিয়ামস, কুশল পেরেরা, হায়দার আলী, চতুরঙ্গ ডি সিলভা।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ