ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

কুমিল্লার অধিনায়ক হচ্ছেন যিনি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ জানুয়ারি ০১ ২০:৩০:১০
কুমিল্লার অধিনায়ক হচ্ছেন যিনি

বিপিএলের নবম আসর সামনে রেখে অনেক তারকায় ঠাসা দলটি আজ ইংরেজী বছরের প্রথম দিন অনুশীলন শুরু করেছে। সেখানে অধিনায়ক নিয়ে কথা বলেছেন কোচ মোহাম্মদ সালাউদ্দীন।

প্রসঙ্গতঃ এবার কুমিল্লার সম্ভাব্য অধিনায়ক হিসেবে কয়েকটি নাম উঠেছে জোরে সোরে। সেখানে ইনফর্ম ওপেনার লিটন দাস, টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের নেতৃত্ব দেয়া মোহাম্মদ নবি এবং পাকিস্তানের টি-টোয়েন্টি সহ-অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের সাথে উচ্চারিত হচ্ছে আগেরবার নেতৃত্ব দেয়া ইমরুল কায়েসের নামও।

এরই মধ্যে ওয়ানডেতে জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন লিটন দাস। তার অধিনায়কত্বেই শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি আর লোকেশ রাহুলের গড়া শক্তিশারি ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। সেই লিটন দাসও আছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সে।

আছেন একদিনের সীমিত ওভারের ক্রিকেটে পাকিস্তানের উইকেটরক্ষক কাম সফল ওপেনার মোহাম্মদ রিজওয়ান আর আফগান ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক মোহাম্মদ নবিও।

এ মুহূর্তের তারকা খ্যাতিতে পিছিয়ে থাকলেও ইমরুল কায়েসকেও পিছিয়ে রাখার কোন অবকাশ নেই। কারণ, ইমরুল কায়েসের নেতৃত্বে দুই দুইবার বিপিএলের শিরোপা জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

এ কারণে হেড কোচ মোহাম্মদ সালাউদ্দীন আকার ইঙ্গিতে ইমরুলের কথাই বলেছেন। অধিনায়ক কে হবেন কে? আজ রোববার দুপুরে শেরে বাংলা একাডেমির বাইরে দাড়িয়ে সাংবাদিকদের এ প্রশ্নর জবাবে সালাউদ্দীন বলেন, ‘আমরা এখনও এটা নিয়ে চিন্তা করিনি।’

তবে এটুকু জানিয়ে কুমিল্লা কোচের কন্ঠে ইমরুলে পক্ষে সাফাই, ‘একটা মানুষ যখন আপনাকে দুইটা ট্রফি দিবে তখন আপনার আসলে তাকে নিয়ে চিন্তা না করলেই ভালো হবে। একজন মানুষ যখন আপনাকে দুইটা ট্রফি দিছে তার মানে নিশ্চয়ই তার মধ্যে কিছু না কিছু আছে। সো, এ কারণে আমরা এটা নিয়ে চিন্তা করিনি। হয়তো করবোও না।’

তার মানে ধরেই নেয়া যায় যে, এবারো ইমরুলই অধিনায়ক থাকছেন কুমিল্লার। নির্ভরযোগ্য সূত্রের খবর, ইমরুল কায়েসকে ক্যাপ্টেন হিসেবে চায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স ম্যানেজমেন্টও এবং খুব শীঘ্রই তা ঘোষণা আকারে আসবে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ