ঢাকা, শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২

ট্রিপল ক্রাউন ক্লাবে মেসি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ জানুয়ারি ০১ ২১:২০:১৬
ট্রিপল ক্রাউন ক্লাবে মেসি

ক্লাব ক্যারিয়ারে মেসি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন চারবার। ব্যালন ডি‘অর সর্বোচ্চ সাতবার। তবে মেসির পাশে ছিল না কেবল বিশ্বকাপের সোনালি ট্রফি। সেটিও হয়ে গেছে এবার। কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর শিরোপা জেতে আর্জেন্টিনা। স্বপ্নপূরুণ হয় মেসিরও। এবার তিনি ট্রিপল ক্রাউন ক্লাবেরও সদস্য।

মেসিকে স্বাগত জানিয়ে ট্রিপল ক্রাউন ক্লাবের পুরো তালিকাটির স্ক্রিনশট দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে কাকা লিখেছেন, ‘ক্লাবে স্বাগত মেসি।’ ট্রিপল ক্রাউন ক্লাবে মেসি ছাড়াও আরও যারা আছেন, তারা হলেন—ব্রাজিলের রোনালদিনহো, কাকা, রিভালদো, ফ্রান্সের জিনেদিন জিদান, ইতালির পাওলো রিস, জার্মানির জার্ড মুলার, ফ্রাঞ্জ বেকেনবাওয়ার ও ইংল্যান্ডের ববি চার্লটন।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ