ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

নিউজিল্যান্ডের দেয়া ৩১৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বিপদ পাকিস্তান

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ জানুয়ারি ০৫ ১৯:৩৩:৩৯
নিউজিল্যান্ডের দেয়া ৩১৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বিপদ পাকিস্তান

করাচি টেস্ট জিততে পাকিস্তানের সামনে এখনো ৩১৯ রানের লক্ষ্য, হার এড়াতে খেলতে হবে পঞ্চম দিনের ৯০ ওভার। হাতে আছে ৮ উইকেট। করাচি টেস্টের প্রথম তিন দিনে দুই দলের প্রথম ইনিংসও শেষ হয়নি। মোড় ঘুরেছে চতুর্থ দিনে।

নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে ৪৪৯ রানের বিপরীতে তৃতীয় দিন পর্যন্ত ৯ উইকেটে ৪০৭ রান তুলেছিল পাকিস্তান। আজ চতুর্থ দিন সকালে এক ওভার ব্যাট করে ১ রান যোগ করে পাকিস্তান। নিউজিল্যান্ড লিড পায় ৪১ রানের।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই ডেভন কনওয়েকে হারায় কিউইরা। দ্বিতীয় উইকেটে ধাক্কা সামলে নেন টম ল্যাথাম-কেইন উইলিয়ামসন। ১০৯ রানের জুটি গড়ার পথে ল্যাথাম খেলেন ১০৩ বলে ৬২ রানের ইনিংস। বাঁহাতি এ ওপেনারকে আবরার আহমেদের ক্যাচ বানিয়ে ফেরান নাসিম শাহ।

পরের ওভারে ৪২ রান করা উইলিয়ামসনকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন আবরার। কিছুক্ষণ পর হাসান আলী হেনরি নিকোলসকে তুলে নিলে বিপদে পড়ে যায় নিউজিল্যান্ড। ৮.১ ওভারের ব্যবধানে ১ উইকেটে ১১৪ থেকে ৪ উইকেটে ১২৮ রানে পরিণত হয় নিউজিল্যান্ড।

সেখান থেকে সফরকারীদের উদ্ধার করেন টম ব্লান্ডেল ও মিচেল ব্রেসওয়েলরা। পঞ্চম উইকেটে ৩৬.৩ ওভার ব্যাট করে যোগ করেন ১২৭ রান। ফিফটিও তুলে নেন দুজনই। ব্লান্ডেল ১৩৫ বলে ৭৪ রান করে আউট হলেও ব্রেসওয়েল অপরাজিত ছিলেন ৭৪ রানে।

৫ উইকেটে ২৭৭ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেন নিউজিল্যান্ড অধিনায়ক সাউদি। যে রানের পেছনে ছুটতে নেমে ২.৫ ওভারের মধ্যে ২ উইকেট হারিয়ে বিপদে পড়েছে পাকিস্তান।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ