ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

এক ট্যাকলে লাল কার্ডসহ অন্যজন গেলেন আইসিইউতে

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ জানুয়ারি ০৮ ১৬:৪৫:২২
এক ট্যাকলে লাল কার্ডসহ অন্যজন গেলেন আইসিইউতে

মারাত্মক এই ট্যাকলের ঘটনা ঘটেছে ফ্রেঞ্চ কাপে মার্শেই-হেইরেস ম্যাচে। ম্যাচের তখন ১৫ মিনিট। তখন পর্যন্ত গোলশূন্য সমতায় থাকা ম্যাচটিতে এই সময় হেইরেসের মিডফিল্ডার মুসা এন’দিয়াইয়েকে মারাত্মকভাবে ট্যাকল করে বসেন মার্শেই ডিফেন্ডার এরিক বেইলি। সেই আঘাতে মাঠেই লুটিয়ে পড়েন মুসা। দীর্ঘ সময় ধরে তাঁর চিকিৎসারও প্রয়োজন হয়।

তবে পরিস্থিতি বিপজ্জনক মনে হওয়ায় সেখান থেকে মুসাকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়। পরে হেইরেসের প্রেসিডেন্ট মোরাদ বৌদজেল্লাল মুসার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। বার্তা সংস্থা এএফপিকে তিনি জানান, হাসপাতালে নেওয়ার পর মুসাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখতে হয়েছে।

মুসার অবস্থা সম্পর্কে মোরাদ বলেছেন, ‘তাঁকে মার্শেইয়ের নর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। সতর্কতামূলকভাবে তাঁকে (মুসা) নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়েছে। তাঁর সবকিছু যেন ঠিকঠাকভাবে হয়, আমরা সেই প্রার্থনা করছি।’

সর্বশেষ মুসার শারীরিক অবস্থার ইতিবাচক আপডেট জানান দলের সহকারী কোচ জাকি নৌবির। তিনি বলেছেন, ‘ক্ষতির চেয়ে ভয়টা বেশি ছিল। মারাত্মক কিছু নয়। সম্ভবত কনকাশন ছিল।’

ভিয়ারিয়ালের বিপক্ষে রিয়াল মাদ্রিদের শুরুর একাদশে ছিলেন না কোনো স্প্যানিশ ফুটবলারম্যাচের শুরুতে করা এই ট্যাকলে অবধারিতভাবেই লাল কার্ড দেখেছেন ম্যানচেস্টার ইউনাইটেড থেকে মার্শেইয়ে ধারে আসা বেইলি। তবে একজন খেলোয়াড় কম নিয়ে খেলেও ম্যাচটি ২-০ গোলে জিতেছে মার্শেই।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ