ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

টেস্ট থেকে অবসরের পর নতুন সিদ্ধান্ত নিলো স্টিভ স্মিথ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ জানুয়ারি ১২ ১৩:৪৮:০৮
টেস্ট থেকে অবসরের পর নতুন সিদ্ধান্ত নিলো স্টিভ স্মিথ

প্রতি বছরের গ্রীষ্ম মৌসুমে সাধারণত ইংল্যান্ড, ভারত, সাউথ আফ্রিকা বা ওয়েস্ট ইন্ডিজের মতো দলগুলোর সাথে টেস্ট খেলতে দেখা যায় অস্ট্রেলিয়ানদের। আর তাই বিগ ব্যাশে খেলতে পারেন না টেস্ট পরিকল্পনায় থাকা ক্রিকেটাররা।

অনেক সময় তাদের বিগ ব্যাশে দেখা গেলেও সেটা টেস্ট সিরিজ শুরুর আগে অথবা পরে। এসব কারণে নিয়মিত বিগ ব্যাশে খেলার সুযোগ পাননি স্মিথ নিজেও। টেস্ট সিরিজ খেলতে ফেব্রুয়ারিতে ভারত সফরে যাবে অস্ট্রেলিয়া।

এই সময়টুকুর মাঝে বিগ ব্যাশে খেলবেন স্মিথ। সিডনি সিক্সার্সের হয়ে চার ম্যাচে খেলবেন স্মিথ। এই সময়টায় টেস্ট খেলা না থাকায় তিন বছর পর বিগ ব্যাশে প্রত্যাবর্তন হতে যাচ্ছে স্মিথের।

তিনি বলেন, 'অবসর নিয়ে অবশ্যই আমার একটি ভাবনা আছে। শেষদিকে হয়তো আমি এটা নিয়ে (নিয়মিত বিগব্যাশ খেলা নিয়ে) ভাবব। আসলে এমনটা (শেষদিকে বিগব্যাশে খেলা) করার ইচ্ছা সবসময়ই ছিল।'

'এটা মন এবং শরীরের জন্য এর থেকে (টেস্ট ক্রিকেট) অনেক বেশি সহজ। এখানে খেলাটা আপনার ওপর চাপ (বাড়তি) প্রয়োগ করবে না। যখন আমি আমার ক্যারিয়ার শেষ করব তখন অবশ্যই আমি এটা নিয়ে ভাবব।'

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ