ঢাকা, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২

বাবরের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, বললেন মিসবাহর

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ জানুয়ারি ১২ ১৪:১২:৩৫
বাবরের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, বললেন মিসবাহর

অনেকেই বাবরকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেয়ার দাবি তুলেছেন। পাকিস্তানের সাবেক অধিনায়ক ও কোচ মিসবাহ উল হক মনে করেন বাবরকে নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে। পাকিস্তানের অধিনায়কের অবস্থান দুর্বল করতে একটি মহল ক্রমাগত চেষ্টা চালাচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

মিসবাহ বলেন, ‘আমার রক্তে ক্রিকেটটা রয়েছে। আমি সবসময়তে ক্রিকেট ম্যাচ দেখি। ক্রিকেট নিয়েই সবসময়তে পড়াশোনা চালিয়ে যাই। সেই জায়গা থেকে দাঁড়িয়েই আমি এই কথাটা বলতে পারি যে দলে বাবর আজমের অবস্থানটাকে দুর্বল করা হচ্ছে। ক্রমাগত প্রচেষ্টা চালানো হচ্ছে দুর্বল করতে।’

রমিজ রাজা পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যানের দায়িত্ব নেয়ার পর প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য করা হয়েছিল মিসবাহকে। তাকেও এমন ষড়যন্ত্রের মুখোমুখি হতে হয়েছিল বলে জানিয়েছেন মিসবাহ। বাবরের বিরুদ্ধে ষড়যন্ত্র পাকিস্তান দলের ড্রেসিং রুমের পরিবেশ খারাপ করবে বলেও মনে করেন তিনি।

মিসবাহর ভাষ্য, ‘তাকিয়ে দেখুন তাকে বেশ কিছু এমন প্রশ্ন করা হয়েছে যা অনভিপ্রেত। এর থেকে তো এটাই নির্দেশ করে যে অধিনায়ক বাবরকে দুর্বল করা হচ্ছে। আমি হতাশ‌ যে এই ঘটনা দলের ড্রেসিং রুমে বাজে প্রভাব ফেলবে। কারোর ওপর এমন চাপ দিলে তা তাকে মানসিকভাবে বিব্রত করবে। যা উল্টে দলের ক্ষতিই করবে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ