ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২

আবারও মারশরাফির নেতৃত্বে খেলতে পেরে খুশি ইমাদ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ জানুয়ারি ১৩ ১১:২৪:১২
আবারও মারশরাফির নেতৃত্বে খেলতে পেরে খুশি ইমাদ

এবার অবশ্য সিলেট স্ট্রাইকার্সের হয়ে। দল বদলে গেলেও মাশরাফির অধীনে খেলতে পেরে খুশি এই পাকিস্তানি অলরাউন্ডার। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা অধিয়ায়কদের একজন ভাবা হয় মাশরাফিকে। তার অধীনেই ২০১৫ বিশ্বকাপ থেকে ওয়ানডেতে নতুন এক বাংলাদেশের যাত্রা শুরু হয়।

আন্তর্জাতিক ক্রিকেটে নেতৃত্বের পরিসংখ্যানও তার পক্ষেই কথা বলবে। মাশরাফির অধীনে ৮৮ ওয়ানডেতে বাংলাদেশের জয় ৫০টি, বিপরীতে হার ৩৬ ম্যাচে। শতকরা হিসেবে জয়ের হার ৫৮.১৩ শতাংশ। অন্তত ৩০ ম্যাচ অধিনায়কত্ব করেছেন এমন অধিনায়কদের মধ্যে এটাই সর্বোচ্চ জয়ের হার।

তাছাড়া টি-টোয়েন্টিতে ২৮ ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি। যেখানে ১০ বার হাসিমুখে মাঠ ছেড়েছে টাইগাররা। আন্তর্জাতিক ক্রিকেটের সফল অধীনায়ক মাশরাফি ঘরোয়াতেও উজ্জ্বল। বিশেষ করে বিপিএলে দুর্দান্ত। এই ফ্র্যাঞ্চাইজি লিগে এখনও পর্যন্ত পাঁচটি ভিন্ন ভিন্ন ফ্র্যাঞ্চাইজিকে নেতৃত্ব দিয়েছেন মাশরাফি।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ঢাকা গ্লেডিয়েটর্স, ঢাকা প্লাটুন, রংপুর রাইডার্স এবং সিলেট স্ট্রাইকার্সের হয়ে মোট ৯০ ম্যাচে টস করেছেন তিনি। যেখানে ৫৮ জয়ের বিপরীতে তার হার ৩২ ম্যাচে। বিপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলা এবং জয় পাওয়া অধিনায়কের রেকর্ডও তার দখলে।

মাশরাফির নেতৃত্ব প্রসঙ্গে ক্রিকফ্রেঞ্জিকে ইমাদ বলেন, 'আমি তার (মাশরাফি) অধিনায়কত্বে আগেও খেলেছি। অসাধারণ একজন ব্যাক্তি, কিংবদন্তি। বাংলাদেশের হয়ে অনেক আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে। মর্যাদা এবং গর্বের সঙ্গে দেশের হয়ে খেলেছে। তাই আবারও তার অধীনে খেলতে পেরে আমি সত্যিই খুশি।' এদিকে এবারের বিপিএলে

উড়ন্ত সূচনা পেয়েছে সিলেট। আসরে নিজেদের প্রথম চার ম্যাচের সবকটিতেই জিতেছে মাশরাফির দল। বর্তমানে পয়েন্ট টেবিলেও আছে শীর্ষস্থানে। নিজেদের এমন ফর্ম ধরে রাখতে পারলে আসরে অনেক দূর যাওয়া সম্ভব বলে বিশ্বাস করেন ইমাদ। তিনি বলেন, 'ভালোই যাচ্ছে, আলহামদুলিল্লাহ।

প্রথম চার ম্যাচ শেষ হয়েছে, এটা শুরু মাত্র। এখনও অনেক দূর যেতে হবে, তাই মোমেন্টাম হারানো যাবে না। হারা-জেতা খেলারই অংশ তবে ভালো ক্রিকেট খেলতে হবে, যেভাবে আমরা খেলছি। আমি আশাবাদী, যদি আমাদের মতো করে খেলতে পারি তাহলে ফলাফলও আমাদের পক্ষেই আসবে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ