ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

চলতি ম্যাচে বল লেগে আহত এনামুল বিজয় চোখের নিচে ১১ সেলাই

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ জানুয়ারি ১৩ ২০:১০:০৪
চলতি ম্যাচে বল লেগে আহত এনামুল বিজয় চোখের নিচে ১১ সেলাই

শুক্রবার (১৩ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে স্বাগতিকদের ২৬ রানে হারিয়েছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বরিশাল। এই ম্যাচে ব্যাট হাতে ২১ বলে ৩০ রানের দারুণ এক ইনিংস খেলেছেন এনামুল। জাতীয় দলের এই ব্যাটার ম্যাচশেষে জানিয়েছেন, সেদিনের ঘটনায় তার চোখের নিচে ১১টি সেলাই লেগেছে।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে এসে বিজয় বলেন, 'এখানে (চোখের নিচে) ১১টা সেলাই পড়েছে। কিন্তু ঠিক আছে, ছোট ছোট সেলাই। ৪-৫ দিন পর সেলাই কাটা হবে। আশা করি খুব দ্রুতই সুস্থ হয়ে যাবো। ওরকম চোখে কোনো সমস্যা হচ্ছে না। '

ফরচুন বরিশালের শুরুটা একদমই ভালো হয়নি এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ছয় উইকেটে হেরে যায় তারা। এরপর অবশ্য টানা দুই ম্যাচে রংপুর রাইডার্সকে হারানোর পর চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকেও হারালো সাকিব আল হাসানের দল।

এবারের বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে হেরে আসর শুরু করেছিল বরিশাল। তবে দ্বিতীয় ম্যাচেই রংপুর রাইডার্সের বিপক্ষে জয় তুলে নেয় সাকিবের দল। আর আজ তো জিতল চট্টগ্রামের বিপক্ষে। ফলে তিন ম্যাচে দুই জয় বরিশালের।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ