ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

দলের প্রয়োজনে নিজের জায়গা ছেড়ে দিয়েছি : ইমরুল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ জানুয়ারি ১৭ ১২:৩২:০৪
দলের প্রয়োজনে নিজের জায়গা ছেড়ে দিয়েছি : ইমরুল

অধিনায়ক হিসেবে ইমরুলের ওপর রয়েছে অনেক দায়িত্ব। এই দায়িত্বের জায়গা থেকেই হয়ত দলের জন্য নিজের পছন্দের জায়গা ত্যাগ করেছেন। ইমরুল স্মরণ করিয়ে দিলেন, গত কয়েক বছর ধরেই তিনি ঘরোয়া ক্রিকেটে তিনে খেলে আসছেন। তাই এখানে তার কোনো সমস্যা হচ্ছে না। বরং নিজেকে গেম চেঞ্জার হিসেবে দেখছেন ইমরুল।

কুমিল্লা অধিনায়ক বলেন, "আমি খেলব দলের প্রয়োজনে৷ গেম চেঞ্জারের ভূমিকা আমার আর কী! এখন গিয়ে আমার খেলা ধরতে হবে বা এই সময়ে গিয়ে আমার খেলা চেইঞ্জ করতে হবে৷ বলের থেকে রান বেশি করতে হবে। এই রোলেই আমার খেলা।" তবে ওপেনিংয়ে খেলতে পারলে নিজের জন্যই ভালো হতো তা স্বীকার করেছেন ইমরুল।

তিনি বলেন, "একজন ব্যাটসম্যান হিসেবে আমিও চাই পাওয়ারপ্লের ছয় ওভার খেলতে। এখানে রান করার সুযোগ বেশি থাকে। কিন্তু আমি তা মিস করি। দলের প্রয়োজনেই আমি আমার জায়গা ছেড়ে দিয়েছি। দলকে যেকোনো পরিস্থিতি থেকে ভালো পরিস্থিতিতে নিতে হবে - এটাই আমার ভূমিকা। দলের প্রয়োজনে এই ত্যাগ করেছি।"

তবে ইমরুল এই বিপিএলে এখনো নিজেকে মেলে ধরতে পারেননি। তবে নিজের লক্ষ্য ঠিক রেখেছেন তিনি।

সামনের পরিকল্পনা নিয়ে ইমরুল বলেন, "আমি যখনই নামি, আমার পরিকল্পনা অন্তত ১৭-১৮ ওভার পর্যন্ত খেলা। শুরুটা ভালো করলেও শেষ করতে পারছি না। একটা ম্যাচে যদি বড় ইনিংস হয়ে যায়, তাহলে ইনশাআল্লাহ করতে পারব। সামনে তো আরো বড় বড় খেলা আছে, ইনশাআল্লাহ একদিন হয়ে যাবে।"

ওপেনিংয়ে জায়গা ছেড়ে দিয়েছেন লিটনের জন্যই কিনা সেই প্রশ্নের উত্তরও বেশ কৌশলে দিয়েছেন ইমরুল।

কুমিল্লা অধিনায়ক বলেন, "লিটন যখন খেলে তখন তো দেখতেই ভালো লাগে। লিটনের ব্যাটিং দেখলে টেলিভিশনের সামনে থেকে উঠতে ইচ্ছা করে না। শুধু আমি কেন, সবাই বলবে। ওর ব্যাটিং এত ভালো লাগে।"

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ