ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

রিজওয়ানের বদলি হিসেবে ইংল্যান্ডের হার্ড হিটার অলরাউন্ডার দলে নিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ ফেব্রুয়ারি ০৯ ১৮:৫৯:০১
রিজওয়ানের বদলি হিসেবে ইংল্যান্ডের হার্ড হিটার অলরাউন্ডার দলে নিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স

চলমান বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলতে এসেছিলেন পাকিস্তানের তারকা ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। পাকিস্তান সুপার লিগ শুরু হতে কয়েকদিন বাকি থাকায় ফিরতে হচ্ছে তাকেও। ৮ ফেব্রুয়ারি ফেরার কথা থাকলেও মুলতান সুলতানসের কাছে অনুমতি নিয়ে রংপুর রাইডার্সের বিপক্ষে শেষ ম্যাচ খেলবেন রিজওয়ান।

গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে রংপুরের বিপক্ষে পাকিস্তানের এই উইকেটকিপার ব্যাটারের খেলার খবর নিশ্চিত করেছেন কুমিল্লার সাপোর্ট স্টাফের একজন। এদিকে রংপুরের সঙ্গে ম্যাচ খেলেই পাকিস্তানে চলে যাবেন রিজওয়ান। ডানহাতি এই ব্যাটারের বদলি হিসেবে আসবেন মঈন আলী।

এ প্রসঙ্গে কুমিল্লার সাপোর্ট স্টাফের সেই সদস্য বলেন, ‘কালকে খেলার পর চলে যাবে রিজওয়ান। তারপর ওইখানে বিকল্প হিসেবে মঈন আলী আসবে।’ আগামী দুই-একদিনের মাঝে ইংল্যান্ডের এই অলরাউন্ডার চলে আসবেন বলে জানান তিনি। মঈনের আসা নিয়ে তিনি বলেন, ‘ইনশাআল্লাহ দুই-একদিনের মাঝে মঈন আলী আমাদের দলে চলে আসবে।’

রিজওয়ান ছাড়াও বিপিএলে কুমিল্লার হয়ে এবারের মৌসুম খেলেছেন খুশদিল শাহ, আবরার আহমেদ, নাসিম শাহ এবং হাসান আলী। ইতোমধ্যে তাদের বদলিও নিয়ে এসেছে কুমিল্লা। টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো খেলতে দলের সঙ্গে যোগ দিয়েছেন আন্দ্রে রাসেল ও সুনীল নারিন। সবশেষ ম্যাচে খেলেছেনও তারা দুজন।

এদিকে পিএসএলের জন্য বিপিএল ছেড়েছেন সিলেট স্ট্রাইকার্সের মোহাম্মদ আমির, ইমাদ ওয়াসিম। এ ছাড়া রংপুরের হারিস রউফ ও শোয়েব মালিক, খুলনা টাইগার্সের আজম খান এবং ওয়াহাব রিয়াজরা বিপিএল ছেড়ে পাকিস্তানে চলে গেছেন।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ