ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

অস্ট্রেলিয়াকে পাল্টা কড়া জবাব দিলেন রোহিত শর্মা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ ফেব্রুয়ারি ১২ ১৬:২৭:৩৬
অস্ট্রেলিয়াকে পাল্টা কড়া জবাব দিলেন রোহিত শর্মা

তাতেও অবশ্য বন্ধ হয় নি জলঘোলা। ম্যাচ জিততে অন্যায়ভাবে কারিকুরী করেছে ভারত, এমন দাবী অহরহ উঠতে থাকে অজি সংবাদমাধ্যম থেকে। অস্ট্রেলিয়ার বাঁ-হাতি ব্যাটারদের সমস্যায় ফেলতে পিচের এক বিশেষ অংশে নাকি ‘রাফ’ তৈরি করে রেখেছে ভারত। এমন অদ্ভুত দাবীও শোনা যায়। বাস্তবে পিচ নিয়ে যত গর্জন শোনা গিয়েছিলো ততখানি বর্ষায় নি নাগপুরের পিচ।

উপমহাদেশে সাধারণত যতটা টার্ন হওয়া স্বাভাবিক, তেমনই দেখা গেলো জামথা স্টেডিয়ামে। তাতেও অবশ্য অজি ব্যাটারদের নাস্তানাবুদ হতেই হলো। অশ্বিন-জাদেজা জুটির সামনে অসহায় আত্মসমর্পণ করে এক ইনিংস এবং ১৩২ রানে হারলো ক্যাঙারুবাহিনী। ম্যাচ জিতে পিচ নিয়ে যাবতীয় সমালোচনা স্ট্রেট ব্যাটে ছক্কা মারার ভঙ্গীতে মাঠের বাইরে পাঠালেন অধিনায়ক রোহিত শর্মা।

পিচ নয়, বিচার হোক দক্ষতা দিয়ে, বলছেন রোহিত-

পাঁচ দিনের ম্যাচ শেষ হয়ে গেলো মাত্র তিন দিনে। সেই তিন দিনের মাত্র দুই সেশন ব্যাট করেছে অজি দল। প্রথম ইনিংসে দেড় আর দ্বিতীয় ইনিংসে আধা সেশনেই ২০ উইকেট পড়লো তাদের। প্রতাপশালী ক্যাঙারু দলের এমন মুখ থুবড়ে পড়ার জন্য পিচের টার্ন নয়, বরং দায়ী ওয়ার্নার, খোয়াজাদের স্পিন খেলার ক্ষেত্রে দক্ষতার অভাব। কটাক্ষের সুরে এমনটাই ইঙ্গিত করলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ম্যাচ শেষে বিসিসিআই-এর সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলির জন্য সতীর্থ রবিচন্দ্রণ অশ্বিনকে একটি সাক্ষাৎকার দেন ‘হিটম্যান।’

সেখানে তিনি বলেন, “একই পিচে সবাই তো ব্যাট করলো। পিচ নয়, বরং ক্রিকেটারের দক্ষতার ওপর নির্ভর করে সাফল্যের সম্ভাবনা। আমি বুঝে উঠতে পারছি না পিচ নিয়ে এত আলোচনা হচ্ছে কেনো। ব্যাটার বা বোলারদের মুন্সীয়ানা নিয়ে কথা হচ্ছে না, এতে আমার খারাপই লাগছে।” সমালোচনা যে পাত্তা দিচ্ছেন না, তা সাফ জানিয়ে দিয়েছেন রোহিত। অশ্বিনকে সাক্ষাৎকারে বলেন, “এসব নিয়ে বিশেষ পরোয়া করি না।”

রোহিতের কথার পক্ষে যুক্তি সাজাতে গিয়ে ‘টিম ইন্ডিয়া’র ব্যাটিং-এর উদাহরণ তুলে আনছেন ভারতীয় বিশেষজ্ঞরা। যে পিচে রীতিমত কাঁপতে দেখা গিয়েছে অজি ব্যাটারদের, সেখানেই ৪০০ রান তুলেছে ভারত। অধিনায়ক রোহিত শর্মা ১২০ রানের ঝকঝকে ইনিংস খেলেছেন। বাঁ-হাতিদের বিরুদ্ধে বিশেষ কারিকুরী করা হয়েছিলো পিচে, অজি মিডিয়ার এই দাবী নস্যাৎ করে ভারতের দুই বাঁ-হাতি রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেল বড় রান করেছেন। ভারতের জয়ে পিচ বিতর্কের আগুনে জল ঢেলে দিলো বলেই মনে করছে ক্রিকেট মহল।

ব্যাট হাতে ২০২২ সালটা একদমই ভালো যায় নি রোহিত শর্মার। তিন ফর্ম্যাটেই রানের খরা দেখা গিয়েছিলো। অধিনায়কত্বের চাপ ব্যাটার রোহিতকে পিছনের সারিতে ঠেলে দিচ্ছে কিনা প্রশ্ন উঠেছিলো তা নিয়ে। টি-২০ বিশ্বকাপে রান পান নি। রান পান নি এশিয়া কাপের মত প্রতিযোগিতাতেও। নয়া বছরে পুরনো ‘হিটম্যানের’ প্রত্যাবর্তন দেখছেন দেশের ক্রিকেট সমর্থকেরা। বাংলাদেশের বিপক্ষে গত বছরের শেষেই অবশ্য আঙুলে ব্যান্ডেজ বেঁধে, যন্ত্রণা সামলে দুরন্ত অর্ধশতক করে জানান দিয়েছিলেন যে তিনি ফিরছেন। নয়া বছরে প্রত্যাবর্তনের বৃত্ত সম্পূর্ণ করলেন তিনি। শ্রীলঙ্কা সিরিজে ভালো শুরু করেও বড় রানের আগে থেমে গিয়েছিলেন কয়েকবার।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে শতরান করে তিন অঙ্কের রানের জন্য দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটান তিনি। এরপর টেস্ট ক্রিকেটেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে উজ্জ্বল হয়ে রইলেন ভারত অধিনায়ক। ২০২১-এর পর প্রথম টেস্ট শতরান এলো তাঁর ব্যাট থেকে। কেরিয়ারের নবম সেঞ্চুরি করলেন তিনি। টড মার্ফি,নাথান লিয়ঁ’র মোকাবিলা করে চমৎকার ১২০ রান করেন তিনি।

সাফল্যের রহস্য ফাঁস করলেন ম্যাচ শেষে। অশ্বিনকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “আমি কেরিয়ারের শুরু থেকে যে পদ্ধতি ব্যবহার করে সাফল্য পেয়েছি, এই ইনিংসটা খেলার সময়ও একই পন্থা অবলম্বন করেছিলাম। ডাউন দ্য ট্র্যাক শট, বল যাতে ঘুরতে না পারে তার জন্য বলের পিচ অব্দি এসে খেলা এসবেই জোর দিয়েছিলাম। স্যুইপ মারাও একটা ভালো বিকল্প ছিলো এখানে। তবে পিচে বাউন্স অসমান ছিলো।”

পরিসংখ্যান মাথায় থাকে না, জানালেন হিটম্যান-

ব্যক্তিগত পরিসংখ্যান নয়, বরং দলের সাফল্য নিয়েই তিনি বেশী ভাবিত। এমনটাই জানালেন অধিনায়ক রোহিত। ম্যাচ জয়ের বিশ্লেষণ করতে বসে তিনি জানান, “প্রথম ইনিংসে বড় লিড পাওয়া একটা দারুণ ব্যাপার ছিলো। যার ফলে বিপক্ষ দল চাপে পড়ে গিয়েছিলো। পিচের কিথা ভাবি নি। স্ট্রাইক রোটেট করার জোর দিয়েছিলাম।” এরপর অশ্বিনকে ইঙ্গিত করে বলেন, “তোমাদের সাথে ছোটো ছোটো পার্টনারশিপ গড়েছিলাম।” বাবর আজম, তিলকরত্নে দিলশান, ফাফ দু প্লেসি’র পর চতুর্থ অধিনায়ক হিসেবে ক্রিকেটের তিন ফর্ম্যাটেই শতরান করলেন তিনি। অশ্বিন জানান রোহিতকে। অনুভূতি কেমন জানতে চেয়েছিলেন ভারতীয় অফস্পিনার। জবাবে আদ্যপান্ত টিমম্যান রোহিত শর্মা জানান, “পরিসংখ্যান নিয়ে ভাবি না। আমি কেবল দলের হয়ে মাঠে ভালো পারফর্ম করতে চাই।”

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ