ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

রুটের সেঞ্চুরি, টেস্টে ব্রুক ঝড়

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ ফেব্রুয়ারি ২৪ ১১:৫৫:১০
রুটের সেঞ্চুরি, টেস্টে ব্রুক ঝড়

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ড জ্যাক ক্রোলিকে ৫ রানে হারিয়েছে। ওপেনারকে ফিরিয়ে ইংলিশ শিবিরে প্রথম ধাক্কা মারেন ম্যাট হেনরি। কিছুদিন আগে প্রথম সন্তানের বাবা হওয়া এই ফাস্ট বোলার এই কারণে সিরিজের প্রথম টেস্টে উপস্থিত ছিলেন না। এখন মাঠে ফিরে নিজের দ্বিতীয় ওভারে উইকেট পান তিনি।

তিন নম্বরে খেলতে নামা অলি পোপও এদিন সুবিধা করতে পারেননি। এই ইনফর্ম ব্যাটারকেও ফিরিয়েছেন হেনরি। সাজঘরে ফেরারা আগে তার ব্যাট থেকে এসেছে ৬ বলে ১০ রান। এরপরে ওভারে বেন ডাকেটকে ফিরিয়েছেন টিম সাউদি।

এরফলে ২১ রানের মধ্যে টপ অর্ডারের তিন ব্যাটারকে হারায় ইংল্যান্ড। ইংলিশদের আকশের কালো মেঘ অবশ্য কেটে গেছে রুট-ব্রুকের চতুর্থ উইকেট জুটিতে। রুট শেষ পর্যন্ত অপরাজিত আছেন ১৮২ বলে ১০১ রান করে।

রুট তার স্বভাবজাত ব্যাটিং করলেও আরেক প্রান্তে ঝড় তুলেছিলেন ব্রুক। এই ইনফর্ম ব্যাটার ১৬৯ বলে ১৮৪ রান করে অপরাজিত আছেন। ২৪ চারের সঙ্গে তার ইনিংসে আছে পাঁচটি ছক্কা।

৬৫ ওভার খেলার পর ইংল্যান্ডের স্কোরবোর্ডে জমা পড়ে ৩ উইকেটে ৩১৫ রান। শঙ্কার মেঘ উড়ে ইংলিশদের আকাশে যখন আলো ফুটেছে, তখন নিউজিল্যান্ড দলের মতো ওয়েলিংটনের আকশে মেঘ। ৬৫ ওভারের খেলা শেষ হওয়ার পরপরই সেটা বৃষ্টি ঝড়েছে। শেষ পর্যন্ত আম্পায়াররা এখানেই প্রথম দিনের খেলা শেষ করতে বাধ্য হয়েছেন।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ