ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

ওয়ানডে সিরিজে বাংলাদেশে কাছে হারার পরও টি-২০ সিরিজের বড় মন্তব্য করলেন রস আডায়ার

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ মার্চ ২৫ ১৭:৫৫:৪৬
ওয়ানডে সিরিজে বাংলাদেশে কাছে হারার পরও টি-২০ সিরিজের বড় মন্তব্য করলেন রস আডায়ার

প্রথম টি-২০ ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে আয়ারল্যান্ডের ক্রিকেটার রস আডায়ার বললেন, “নিশ্চিতভাবেই সবাই হতাশ। তবে এখানে নতুন করে শুরু করার চেষ্টায় আছে সবাই। কারণ, ফরম‌্যাটটা একেবারে নতুন। আমরা ইতিবাচক মানসিকতা নিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া। আমরা জানি বাংলাদেশ কতটা শক্তিশালী। তবুও আমরা নতুন ফরম‌্যাটে তাদের বিরুদ্ধে সুযোগ নিতে মরিয়া।”

ওয়ানডে সিরিজে বাংলাদেশের কাছে বাজে ভাবে হারলেও টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে ভয় পাচ্ছে না বলে জানিয়েছেন আয়ারল্যান্ডের এই অলরাউন্ডার। টি-টোয়েন্টি শুরুর আগে নিজেদের সামর্থ‌্যে জোর দিচ্ছে আয়ারর‌্যান্ড। আক্রমণাত্মক ক্রিকেট খেলে বাংলাদেশকেও চমকে দিতে চায় আইরিশরা,

বাংলাদেশকে এখানে হারাতে হলে অবশ‌্যই তাদের থেকে অনেক ভালো পারফর্ম করতে হবে। ব‌্যাটিং-বোলিং দুই বিভাগেই তারা শক্তিশালী। এজন‌্য আমাদের সব সুযোগগুলো গ্রহণ করতে হবে। আমরা আমাদের সামর্থ‌্যে বিশ্বাস রাখতে চাই”

“আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চাই। মাঠে শৃঙ্খল পারফরম‌্যান্স হতে পারে লড়াইয়ে ভিত। ব‌্যাটিংয়ে নিজেদের উপর আস্থা রেখে শট খেলতে হবে। বোলিংয়ে ফিল্ডিং পজিশন স্থির রেখে বোলিং করতে হবে। বাংলাদেশের বিরুদ্ধে প্রভাব বিস্তার করতে হলে আমাদেরকে বড় জয় পেতে হবে।”

“আমি ব‌্যক্তিগতভাবে টি-টোয়েন্টি পছন্দ করি। আমি অনুভব করি এই ধরণের ম‌্যাচ যে কোনো দিকে যেতে পারে। আয়ারল‌্যান্ড বিশ্বকাপে ভালো করেছে। বড় কয়েকটি জয় এসেছে। সেই ধারাটাই এখানে নিয়ে আসতে চাচ্ছি। জানুয়ারিতে ২-১ ব‌্যবধানে জিম্বাবুয়ে আমাদের হারিয়েছে। সেই ব‌্যর্থতা ঝেরে আমরা সামনে এগুতে চাই”

“আমরা যেটা করতে ভালোভাসি সেই কাজটাই করবো। আমরা অনুভব করি আমরা মাঠে আক্রমণাত্মক ব‌্যাটিং ও বোলিং করতে পারব। আমরা যদি সেই কাজটা করতে পারি আপনি নিশ্চিত নন কি পেতে যাচ্ছেন।”

“বাংলাদেশ ইনিংসের মধ‌্যভাগে ভালো ব‌্যাটিং করেছে। তারা মুশফিকুর রহিম ও বাকিদের নিয়ে দারুণ পরীক্ষা চালিয়েছে। অসাধারণ ব‌্যাটিং করেছে সে। আমরা বাংলাদেশকে নিশ্চিতভাবেই ভয় পাই না। তবে তাদের বিপক্ষে ভালো প্রতিদ্বন্দ্বীতা গড়তে চাই।”

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ