আফিফকে বাদ দেয়ার আসল কারণ জানালেন হেড কোচ হাথুরু

সদ্য শেষ হওয়া ইংল্যান্ড সিরিজে বাংলাদেশের তৃতীয় টি-টোয়েন্টির আগপর্যন্ত বাংলাদেশের হয়ে রেকর্ড টানা ৬১টি ম্যাচ খেলেছিলেন আফিফ হোসেন। কিন্তু চান্দিকা হাথুরুসিংহের কোচিংয়ের নতুন অধ্যায়ে কাটা পড়ল তার নাম। দল থেকে আফিফ কেন বাদ, এ নিয়ে ছিল জল্পনা কল্পনা। সেসব একেবারেই উড়িয়ে চান্দিকা হাথুরুসিংহে পরিষ্কার জানিয়ে দিলেন, অফ-ফর্মের কারণে বাদ পড়েছেন আফিফ।
আয়ারল্যান্ড সিরিজের তৃতীয় ওয়ানডের আগে দল থেকে বাদ দেয়া হয় আফিফকে। ফলে চলমান প্রিমিয়ার লিগে অংশ নিতে ঢাকায় চলে আসেন তিনি। এরপর জানা যায়, এই তরুণ ব্যাটিং অলরাউন্ডারকে আয়ারল্যান্ড সিরিজের টি-টোয়েন্টি স্কোয়াডেও রাখেননি বিসিবির নির্বাচকরা।
এমনকি আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই ওয়ানডেতে স্কোয়াডে থাকলেও ম্যাচ পাননি আফিফ। মূলত পারফরম্যান্সের কারণেই বাদ পড়তে হয়েছে তাকে। ইংল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডেতে মোটে ৪৭ রান আসে তার ব্যাটে। তৃতীয় টি-টোয়েন্টিতে দল থেকে বাদ পড়ার আগে করেন যথাক্রমে ১৫ এবং ২ রান।
আফিফ প্রসঙ্গে হাথুরুসিংহে বলেন, 'সে এই মুহূর্তে দলের বাইরে আছে। তার সেটাই করতে হবে যেটা অন্যরা করে। তাকে রান করেই ফিরতে হবে। আমি তার সঙ্গে কথা বলেছি। তার কোথায় উন্নতি করতে হবে সেটা তাকে জানিয়ে দিয়েছি। সে যদি তা করতে পারে, তাহলে জাতীয় দলে অন্য সবার মতো অবশ্যই তারও জায়গা আছে।'
'অবশ্যই, তার চেহারার জন্য না (বাদ পড়া)। পারফরম্যান্সের জন্যই। যেকোনো বাদ পড়লে বুঝতে হবে সেটা পারফরম্যান্সের জন্যই। মাঝে মধ্যে ট্যাক্টিক্যালি কিছু করার জন্য কাউকে বাদ দেয়া হয়। ব্যতিক্রমী কাউকে সুযোগ দেয়ার জন্য। এটাও মাঝে মাঝে বাদ পড়ার কারণ।'
৬২ ম্যাচের ক্যারিয়ারে তিনটি হাফ সেঞ্চুরি করেছেন আফিফ। ২১.২৫ গড়ে করেছেন ১ হাজার ২০ রান। স্ট্রাইক রেট ১২০.২৮। এখন পর্যন্ত দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপও খেলেছেন আফিফ। কোনটিতেই অবশ্য উল্লেখযোগ্য পারফরম্যান্স নেই তার। শেষ ১২ ইনিংসে কোনো হাফ সেঞ্চুরিও করেননি তিনি।
আফিফের সঙ্গে সবশেষ ইংল্যান্ড সিরিজের টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন নুরুল হাসান সোহান, তানভির আহমেদ ও রেজাউর রহমান রাজারাও। তবে নতুন মুখ হিসেবে টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন রিশাদ হোসেন ও জাকের আলী অনিক।
আয়ারল্যান্ড সিরিজকে পরীক্ষা-নিরীক্ষার অংশ হিসেবে নিয়েছে বিসিবি। তাই এই সিরিজে আরও কয়েকজন তরুণকে পরখ করে দেখতে চাইছেন তারা। এছাড়া স্কোয়াড থেকে বাদ পড়াদের চোখের আড়াল হতে দেবে না বলেও এর আগে নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাচক।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে কারসাজির চক্র: দুর্বল কোম্পানির শেয়ারের দামে অস্বাভাবিক উল্লম্ফন
- ৩ কোম্পানির কারখানায় ঝুলছে তালা, ক্ষোভ বাড়ছে বিনিয়োগকারীদের
- ৮ প্রতিষ্ঠানের লভ্যাংশ ঘোষণা, ছয় কোম্পানির বিনিয়োগকারীরা খেলো ধাক্কা
- শেয়ারবাজার স্থিতিশীলতায় আইসিবির বিশেষ তহবিল থাকবে ২০৩২ সাল পর্যন্ত
- রপ্তানি আয়ের ৮ হাজার কোটি টাকা গায়েব: কেয়া গ্রুপ ও চার ব্যাংককে তলব
- এশিয়া কাপ ২০২৫: তিন ওপেনার নিয়ে বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা
- শেষ হলো বাংলাদেশ বনাম অ্যাডিলেড স্ট্রাইকার্সের বাঁচা মরার ম্যাচ
- ভারত বনাম বাংলাদেশ : ৯০ মিনিটের খেলা শেষ, জেনে নিন ফলাফল
- ভারত বনাম বাংলাদেশ: গোল, গোল, ৮০ মিনিটের খেলা শেষ
- বদলে গেল ফোনের ডায়াল প্যাড, জানুন আসল কারণ ও আগের অবস্থায় ফেরানোর উপায়
- শেয়ারবাজারে তালিকাভুক্ত পাঁচটি প্রতিষ্ঠান বোর্ড সভার তারিখ ঘোষণা
- বদলে গেল আপনার ফোনের ডায়াল প্যাড, আতঙ্ক নয় সমাধান আছে, জেনে নিন
- বীমা খাতে সুবাতাস, দ্বিতীয় প্রান্তিকে ১৯ কোম্পানির মুনাফায় উল্লম্ফন
- গুজব না সত্য: যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা হাসিনার পদত্যাগপত্র খুঁজে পায়নি
- এশিয়া কাপ 2025 : বাংলাদেশের চুড়ান্ত স্কোয়াড ঘোষণা করলো বিসিবি