ছেলেরা কেউ ঘাবড়ে যায় না, বেশি চিন্তাও করে না: সাকিব
রনি তালুকদার ও লিটন দাসের ব্যাটে বাংলাদেশের আক্রমণাত্বক শুরু। বোলিং তাসকিন আহমেদ-হাসান মাহমুদরা ছিলেন স্পট অন। মাস কয়েক আগেও ধুঁকতে বাংলাদেশের হঠাৎ এমন পরিবর্তনের কারণে কি? সাকিব আল হাসান জানালেন পেছনের রহস্য। বাংলাদেশের অধিনায়কের মতে, ক্রিকেটাররা এখন ঘাবড়ে যায় না এবং খুব বেশি চিন্তাও করে না।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাকিব বলেন, ‘ছেলেরা যারা এসেছে তারা কেউ ঘাবড়ে যাচ্ছে না, খুব বেশি চিন্তাও করে না। পরিস্থিতির কারণেই এমনটা হচ্ছে। তারা তাদের ক্রিকেটটা খেলতে চায়, উপভোগ করতে চায়। সে কারণেই তারা ভালো করছে।’
টস হেরে ব্যাটিংয়ে নেমে ম্যাচের প্রথম ওভারে থেকেই আক্রমণাত্বক ব্যাটিং করতে থাকেন রনি ও লিটন। প্রতি ওভারে চার-ছক্কা মেরে কে কার চেয়ে বেশি রান তুলতে পারেন এমন প্রতিযোগিতায় যেন নেমেছিলেন বাংলাদেশের দুই ওপেনার। তাতেই পাওয়ার প্লের ৬ ওভারে ৮১ রান আসে বাংলাদেশের।
যা টি-টোয়েন্টিতে পাওয়ার প্লেতে টাইগারদের সবচেয়ে বেশি রান তোলার রেকর্ড। লিটন-রনির উদ্বোধনী জুটি থেমেছে ৯১ রানে। অথচ উইকেট কেমন আচরণ সেটা নিয়ে অনিশ্চয়তায় ছিলেন সাকিব। ওপেনারদের ব্যাটিং ইন্টেন্ট নিয়ে খুশি বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক। তাদের জুটি ম্যাচের গতিপথ পাল্টে দিয়েছেন বলে জানান সাকিব।
তিনি বলেন, ‘আমার মনে হয় উভয় ওপেনার যেভাবে ব্যাটিং করেছে....। আমরা নিশ্চিত ছিলাম না উইকেট আসলে কেমন আচরণ করবে। শুরু থেকেই তারা ইতিবাচক ছিল, ইন্টেন্টও ভালো ছিল। আমরা ঠিক এটাই চাই। তাদের জুটিই আমাদের ম্যাচের গতি পথ তৈরি করে দিয়েছে।’
বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ৮ ওভারে আয়ারল্যান্ডের প্রয়োজন ছিল ১০৪ রান। শুরুর দুই ওভারে আইরিশরা ৩২ রান তুললেও তাদের লাগাম টেনে ধরেন হাসান ও তাসকিন। বিশেষ করে তাসকিন ছিলেন দুর্দান্ত। নিজের প্রথম ওভারে ৩ উইকেট নেয়া এই পেসার পরের ওভারে নিয়েছেন আরও ১ উইকেট।
তাতে ২ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ৪ উইকেট নিয়ে বাংলাদেশকে জেতান তাসকিন। এদিকে একাদশে জায়গা পাওয়াদের বাইরে পেসার হিসেবে রয়েছেন শরিফুল ইসলাম। এ ছাড়া স্কোয়াডের বাইরে রয়েছেন ইবাদত হোসেনের মতো পেসাররা। সাকিব মনে মনে করেন, সুযোগ না পাওয়ারা সুযোগ পেলে তারাও তাসকিনদের মতো পারফর্ম করবেন।
সাকিব বলেন, ‘তারা যেভাবে বোলিং করেছে সেটা দুর্দান্ত। আরও বেশ কয়েকজন ভালো ছেলে আছে হয়ত তারা ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে না। আমার মনে হয় তারা যখন সুযোগ পাবে তখন তারাও তাদের সমান পারফর্ম করবে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজকের ভূমিকম্পের উৎপত্তিস্থল কোথায়
- সতর্কবার্তা: ‘আরও বড় ভূমিকম্প হতে পারে’
- ভয়াবহ ভূমিকম্পে ঢাকাসহ কেঁপে উঠল সারাদেশ
- বাংলাদেশ বনাম ভারত সেমি ফাইনাল: সুপার ওভারে শেষ ম্যাচ, জানুন ফলাফল
- আসছে বড় ভূমিকম্প: মহাবিপদের আগাম সতর্কতা দিল আবহাওয়া অফিস
- আজকের সোনার দাম:(শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫)
- dhaka division earthquake:‘এটি বড় ভূমিকম্পের আগাম বার্তা’
- ভূমিকম্পে কাঁপলো দেশ: ১৩টি এলাকা সর্বোচ্চ ঝুঁকিতে
- ভূমিকম্পে কাঁপল দেশ; আতঙ্কের মাঝেই গুরুত্বপূর্ণ বার্তা দিলেন আজহারী
- ভূমিকম্প: এই সময় করণীয় কি বিশেষজ্ঞদের পরামর্শ
- বাংলাদেশ বনাম ভারত সেমি ফাইনাল: খেলাটি সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম মরক্কো কোয়ার্টার ফাইনাল: খেলাটি সরাসরি Live দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম মরক্কো –কোয়ার্টার ফাইনাল: খেলাটি সরাসরি দেখুন Live
- ইস্টার্ন লুব্রিকেন্টস-এর শেয়ারহোল্ডারদের জন্য রেকর্ড ডিভিডেন্ড ঘোষণা
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: বোলিংয়ে ভারত, দেখেনিন স্কোর