ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

ব্রেকিং নিউজ: আইপিএলের এনওসি পেলেন মুস্তাফিজ, সাকিব-লিটন খেলবেন শুরু থেকেই

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ মার্চ ২৯ ০৪:৩২:০৩
ব্রেকিং নিউজ: আইপিএলের এনওসি পেলেন মুস্তাফিজ, সাকিব-লিটন খেলবেন শুরু থেকেই

আইপিএল এবারের আসরে খেলার ছাড়পত্র পেয়েছেন মুস্তাফিজুর রহমান। আইপিএলের এবারের আসরে পুরনো দল দিল্লী ক্যাপিটালসের হয়ে খেলবেন মুস্তাফিজ। এছাড়া সাকিব আল হাসান এবং লিটন কুমার দাসকেও এনওসি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

আইপিএলে এবার তিনজন বাংলাদেশি খেলবেন। কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন সাকিব আল হাসান এবং লিটন কুমার দাস। দিল্লী ক্যাপিটালসের হয়ে খেলবেন মুস্তাফিজুর রহমান। এবারের আইপিএলে ক্রিকেটারদের এনওসি দেওয়া নিয়ে টালবাহানা করছিল বিসিবি। জাতীয় দলের খেলার সময়ে আইপিএল খেলার বিপক্ষে ছিল বিসিবি। বহুবার এই নিয়ে কথা বলেছেন বোর্ড কর্তারা। তবে শেষমেশ সিদ্ধান্ত বদল এনেছে বোর্ড। তিনজনকেই দেওয়া হচ্ছে আইপিএলের এনওসি। জাতীয় দল সংশ্লিষ্ট সূত্র থেকে এসব ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে।

সবকিছু ঠিক থাকলে আগামী ৩১ মার্চ আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ করেই আইপিএলের উদ্দেশ্যে উড়াল দেবেন মুস্তাফিজ, সাকিব এবং লিটন। ফলে শুরু থেকেই আইপিএলে খেলতে পারবেন তারা। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার জন্য পরে আবার জাতীয় দলের সাথে যোগ দিতে হবে তাকে। সাকিব অবশ্য পুরো আইপিএল খেলতে চাচ্ছেন, এই ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি বোর্ড।

আগামী ৩১ মার্চ মাঠে গড়াবে আইপিএল। আগামী ১ এপ্রিল নিজেদের প্রথম ম্যাচে লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের বিপক্ষে মাঠে নামবে মুস্তাফিজদের দিল্লী। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচ। একই দিনে খেলবে সাকিব-লিটনদের কলকাতাও। বিকাল ৪টায় পাঞ্জাব কিংসের বিপক্ষে খেলবে কলকাতা নাইট রাইডার্স।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ