ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

আইপিএল শুরুর আগে দেখেনিন কলকাতা নাইট রাইডার্সের প্রত্যেক ম্যাচের সময় সূচি ও পূর্ণাঙ্গ স্কোয়াড

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ মার্চ ২৯ ১০:৫৫:৫০
আইপিএল শুরুর আগে দেখেনিন কলকাতা নাইট রাইডার্সের প্রত্যেক ম্যাচের সময় সূচি ও পূর্ণাঙ্গ স্কোয়াড

বদলেছে কোচ, বদল হয়েছে ক্যাপ্টেন, ব্যর্থতার দীর্ঘ ধারাটা কাটবে কি কলকাতা নাইট রাইডার্সের? জবাব মিলবে মাস দু'য়েকের মধ্যেই। তবে আইপিএলের নতুন মরশুম শুরুর আগে ভালো কিছু করে দেখানোর বিষয়ে আত্মবিশ্বাসী কেকেআর শিবির।

কেকেআর এবছর আইপিএল অভিযান শুরু করবে ১ এপ্রিল অর্থাৎ টুর্নামেন্টের দ্বিতীয় দিনে। মোহালিতে নাইট রাইডার্সের প্রথম প্রতিপক্ষ পঞ্জাব কিংস। কলকাতা নাইট রাইডার্স ইডেনে তাদের প্রথম ম্যাচ খেলবে ৬ এপ্রিল। ঘরের মাঠে নাইটদের প্রথম প্রতিপক্ষ আরসিবি। আপাতত আইপিএল ২০২৩ শুরুর আগে চোখ রাখুন কেকেআরের স্কোয়াড ও লিগের পূর্ণাঙ্গ সূচিতে।

কলকাতা নাইট রাইডার্সের পূর্ণাঙ্গ স্কোয়াড:-

বিশেষজ্ঞ ব্যাটসম্যান: শ্রেয়স আইয়ার (চোট), মনদীপ সিং, নীতিশ রানা (ক্যাপ্টেন), রিঙ্কু সিং।

অল-রাউন্ডার: অনুকূল রায়, আন্দ্রে রাসেল, ডেভিড ওয়াইজ, সাকিব আল হাসান, সুনীল নারিন, বেঙ্কটেশ আইয়ার।

উইকেটকিপার-ব্যাটার: লিটন দাস, নারায়ন জগদীশান, রহমানউল্লাহ গুরবাজ।

বোলার: হর্ষিত রানা, কুলবন্ত খেজরোলিয়া, লকি ফার্গুসন, শার্দুল ঠাকুর, সুয়াশ শর্মা, টিম সাউদি, উমেশ যাদব, বৈভব আরোরা, বরুণ চক্রবর্তী।

কলকাতা নাইট রাইডার্সের সাপোর্ট স্টাফ:-

হেড কোচ: চন্দ্রকান্ত পণ্ডিত

সহকারী কোচ: অভিষেক নায়ার

সহকারী কোচ: জেমস ফস্টার

পারফর্ম্যান্স অ্যানালিস্ট: এআর শ্রীকান্ত

বোলিং কোচ: ভরত অরুণ

সহকারী বোলিং কোচ: ওমকার সালভি

স্ট্রেনথ অ্যান্ড কন্ডিশনিং কোচ: ক্রিস ডোনাল্ডসন

ফিল্ডিং কোচ: রায়ান টেন দুশখাতে

টিম ম্যানেজার: ওয়েন বেন্টলি

কলকাতা নাইট রাইডার্সের পূর্ণাঙ্গ (লিগের) সূচি:-

১ এপ্রিল: বনাম পঞ্জাব কিংস (মোহালি, ৩টে ৩০)

৬ এপ্রিল: বনাম আরসিবি (কলকাতা, ৭টা ৩০)

৯ এপ্রিল: বনাম গুজরাট টাইটানস (আমদাবাদ, ৩টে ৩০)

১৪ এপ্রিল: বনাম সানরাইজার্স হায়দরাবাদ (কলকাতা, ৭টা ৩০)

১৬ এপ্রিল: বনাম মুম্বই ইন্ডিয়ান্স (মুম্বই, ৩টে ৩০)

২০ এপ্রিল: বনাম দিল্লি ক্যাপিটালস (দিল্লি, ৭টা ৩০)

২৩ এপ্রিল: বনাম চেন্নাই সুপার কিংস (কলকাতা, ৭টা ৩০)

২৬ এপ্রিল: বনাম আরসিবি (বেঙ্গালুরু, ৭টা ৩০)

২৯ এপ্রিল: বনাম গুজরাট টাইটানস (কলকাতা, ৩টে ৩০)

৪ মে: বনাম সানরাইজার্স হায়দরাবা (হায়দরাবাদ, ৭টা ৩০)

৮ মে: বনাম পঞ্জাব কিংস (কলকাতা, ৭টা ৩০)

১১ মে: বনাম রাজস্থান রয়্যালস (কলকাতা, ৭টা ৩০)

১৪ মে: বনাম চেন্নাই সুপার কিংস (চেন্নাই, ৭টা ৩০)

২০ মে: বনাম লখনউ সুপার জায়ান্টস (কলকাতা, ৭টা ৩০)

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ