সাকিবকে সঠিক ভাবে ব্যবহার করার উপায় বাতলে দিলেন মাঞ্জরেকার

তবে আইপিএলে ব্যাট হাতে কখনোই সাকিব আল হাসান সেরাটা দিতে পারেননি। আইপিএল–ক্যারিয়ারের শুরুর দিকে লোয়ার অর্ডারে ব্যাট করতে হলেও তিনি যে মিডল অর্ডারে ব্যাট করার সুযোগ পাননি, এমন নয়। তবে সে সুযোগগুলো ভালো ভাবে কাজে লাগাতে পারেননি সাকিব।
এবার সাকিব খেলবেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। যে দলের মূল ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ার চোটের কারণে শুরুর দিকে খেলতে পারবেন না। এমনকি শ্রেয়াস আইয়ার পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে যেতে পারেন। এই মুহূর্তে আইয়ারের অবর্তমানে কলকাতার মিডল অর্ডারের ভরসা হতে পারেন সাকিব—এমনটাই মনে করেন ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার।
সাকিব আইপিএলে প্রথম ডাক পান ২০১১ সালে। সেবার কলকাতা তাঁকে ১ কোটি ৫০ লাখ রুপিতে কিনে নেয়। টানা ছয় মৌসুম কলকাতার হয়ে খেলেন সাকিব। এই সময়ে ব্যাটিং অর্ডারে ওপরের দিকে ব্যাটিং করার খুব একটা সুযোগ পাননি এই অলরাউন্ডার। এরপর সাকিব ২০১৮ সালে যোগ দেন সানরাইজার্স হায়দরাবাদে, খেলেন দুই মৌসুম। হায়দরাবাদ হয়ে অনেকটা নিয়মিতই মিডল অর্ডারে ব্যাটিং করেছেন সাকিব, বিশেষ করে প্রথম মৌসুমে। সানরাইজার্সের হয়ে খেলা ১৪ ম্যাচের মধ্যে ৯ ম্যাচেই সাকিব ব্যাট করেছেন পাঁচ নম্বরে।
তবে এই পজিশনে সাকিবের ব্যাটিং গড় মাত্র ১৭.২২, স্ট্রাইক রেটও ১১০–এর কম। সব মিলিয়ে আইপিএলে খেলা ৫২ ইনিংসের ক্যারিয়ারে ২১ ম্যাচে ব্যাট করেছেন পাঁচ নম্বর। চার নম্বরে ব্যাট করেছেন আটবার। তবে এই সুযোগগুলো খুব একটা কাজে লাগাতে পারেননি সাকিব। পাঁচ নম্বরে খেলা ২১ ইনিংসে সাকিবের ব্যাটিং গড় মাত্র ২৩.২২, স্ট্রাইক রেট ১২৪.৪০। আর চার নম্বরে সাকিবের গড় ২৪.৫৭।
এরপরও ভারতের সাবেক ব্যাটসম্যান সঞ্জয় মাঞ্জরেকার সাকিবের ওপর বাজি ধরতে রাজি তাঁর অভিজ্ঞতার কারণে, ‘শ্রেয়াস একজন ইমপ্যাক্টফুল ক্রিকেটার। পুরো মৌসুমেই ও প্রভাব রাখতে পারে। এর জায়গায় অনুষ্ঠানের বাইরে বসেও আমি সাকিবের কথাই ভাবছিলাম। সাকিব সামর্থ্যবান একজন ব্যাটসম্যান। আন্তর্জাতিক ক্রিকেটে তার অনেক ভালো ইনিংস আছে। তাকে চার নম্বরে ব্যাট করতে দিন, সে সময়ের সঙ্গে ব্যাটিংয়ের তালটা বদলাতেও পারে। তাকে বলুন যে তুমি একজন ব্যাটসম্যান হিসেবে খেলছ। বোলিংটা দলের জন্য বোনাস। কারণ, কলকাতায় এরই মধ্যে ভালো কিছু স্পিনার আছে।’
কলকাতার মিডল অর্ডারে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন, এমন কেউ নেই। তাদের ভরসা রাখতে হচ্ছে রিঙ্কু সিং, মানদীপ সিংদের মতো ভারতীয় ক্রিকেটারদের ওপর। সে কারণেই কলকাতার মিডল অর্ডারে অনেককেই সাকিবের প্রয়োজনীয়তা দেখছেন। তবে ১৯.৮৩ গড়ের সাকিবের ওপর কলকাতা টিম ম্যানেজমেন্ট ভরসা রাখে কি না, সেটা সময়ই বলবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম হংকং: কখন, কোথায়, কবে ও কিভাবে দেখবেন লাইভ
- চলছে বাংলাদেশ বনাম ইংল্যান্ড নারী বিশ্বকাপ ম্যাচ: টস শেষ, লাইভ দেখবেন যেভাবে
- বোর্ড সভার তারিখ ঘোষণা করলো ৩ কোম্পানি
- শেয়ারবাজারে শৃঙ্খলা: বিএসইসি চেয়ারম্যানের ৭টি সাহসী পদক্ষেপ!
- শেয়ারবাজারের নীরব বিপ্লব: বিনিয়োগকারী সুরক্ষায় বিএসইসি!
- আজকের খেলার সময়সূচি:বাংলাদেশ বনাম আফগানিস্তান
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ইংল্যান্ড নারী বিশ্বকাপ ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- ৭ শেয়ারে বিনিয়োগকারীদের ঢল
- শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির কারসাজির গন্ধ! তদন্তে বিএসইসি
- শেয়ারবাজারে নতুন উদ্দীপনা: 'বুল রান'-এর ঝলক, তবে সতর্কতার মিশ্রণ
- আজ বাংলাদেশ বনাম ইংল্যান্ড নারী বিশ্বকাপ ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- নতুন বেতন কাঠামোতে নতুন বড় চমক: গ্রেড কম, বেতন বেশি!
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান প্রথম ওয়ানডে: পরিসংখ্যানে কে এগিয়ে?
- আজ বাংলাদেশ বনাম ইংল্যান্ড ম্যাচ: কখন, কোথায় ও কিভাবেন দেখবেন লাইভ
- শেয়ারবাজারে 'স্বাভাবিক সংশোধন', কমেছে সূচক তবে বেড়েছে লেনদেন