ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

আইপিএলে সেঞ্চুরি করলেন শামি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ এপ্রিল ০১ ১১:২৫:২৩
আইপিএলে সেঞ্চুরি করলেন শামি

জসপ্রীত বুমরাহর অনুপস্থিতিতে এই মুহূর্তে নিঃসন্দেহে ভারতের জাতীয় দলের এক নম্বর পেসার মহম্মদ শামি। অভিজ্ঞ এই ভারতীয় পেসার সবেমাত্র শুরু হওয়া আইপিএলে খেলছেন গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটানস দলের হয়ে। প্রথম ম্যাচেই শুক্রবার গুজরাট মুখোমুখি হয়েছে সিএসকের। আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এই ম্যাচে বল হাতে নিজের কেরিয়ারে এক মাইলফলক স্পর্শ করলেন মহম্মদ শামি।

এদিন তাঁর স্পেলে বল হাতে আগুন ঝরালেন তিনি। দুরন্ত গতিতে ব্যাটারের দুটি স্টাম্প ছিটকে দিয়ে গড়ে ফেললেন তাঁর কেরিয়ারে নয়া নজির। আইপিএল কেরিয়ারে তাঁর ১০০ তম উইকেটটি স্মরণীয় করে রাখলেন ডানহাতি এই পেসার।

আইপিএলের ইতিহাসে ১৫ তম ভারতীয় ক্রিকেটার হিসেবে এই নজির গড়লেন তিনি। পাশাপাশি দেশি বিদেশি সব ক্রিকেটারদের মিলিয়ে ১৯ তম ক্রিকেটার হিসেবে এই নজির গড়লেন তিনি। এদিনের ম্যাচে টসে জেতেন হার্দিক পান্ডিয়া। তিনি মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন সিএসকেকে আমন্ত্রণ জানান ব্যাটিং করতে। এদিন প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৮ রান করে সিএসকে দল। তাঁদের হয়ে অনবদ্য ইনিংস খেলেন রুতুরাজ গায়রকোয়াড়। মাত্র ৫০ বলে ৯২ রান করেন তিনি।

সিএসকে ইনিংসের শুরুর দিকেই বল হাতে আগুন ঝরান শামি। এদিন সিএসকের ওপেনার ডেভন কনওয়ের বিরুদ্ধে একটি রকেট গতির বল করেন তিনি। যা বুঝতেই পারেননি ডেভন। শামির বলে বোল্ড হয়ে যান তিনি। বলের এতটাই গতি ছিল যে ছিটকে যায় দুটি স্টাম্প। ডেভন কনওয়ের মিডল এবং অফ স্টাম্পকে ছিটকে মাটিতে ফেলে দেন তিনি। আর সঙ্গে সঙ্গেই তাঁর আইপিএল কেরিয়ারে তিনি তুলে নেন তাঁর শততম উইকেটি। ঢুকে পড়েন এলিট লিস্টে।

যে লিস্টে রয়েছেন লাসিথ মালিঙ্গা, ডোয়েন ব্রাভো, রশিদ খান, রবিচন্দ্রন অশ্বিন, অমিত মিশ্র, জসপ্রীত বুমরাহ, রবীন্দ্র জাদেজা, জাহির খান, আশিস নেহেরার মতো বোলাররা। শামির আইপিএলের কেরিয়ারের এটি ৯৪ তম ম্যাচ। মোট দশটি মরশুমে এই নিয়ে খেলছেন শামি। এখন পর্যন্ত সমস্ত মরশুমেই তাঁর পারফরম্যান্স যথেষ্ট ভালো হয়েছে। ২০২০ সালে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ১৫ রানে তিন উইকেট নেওয়া তাঁর কেরিয়ারের সেরা আইপিএল পারফরম্যান্স।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ