ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

কলকাতা নামবে পঞ্জাবের বিপক্ষে, লখনউয়ের মুখোমুখি দিল্লির, দেখেনিন সময়

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ এপ্রিল ০১ ১১:৫৪:০৯
কলকাতা নামবে পঞ্জাবের বিপক্ষে, লখনউয়ের মুখোমুখি দিল্লির, দেখেনিন সময়

কলকাতার রয়েছে অ্যাওয়ে ম্যাচ। পঞ্জাবে খেলতে গিয়েছে তারা। মোহালিতে বাংলাদেশ সময় বিকেল ৪টা থেকে শুরু হবে কলকাতা-পঞ্জাব খেলা। অন্য দিকে লখনউ-দিল্লি ম্যাচ শুরু হবে সন্ধ্যা বাংলাদেশ সময় রাত ৮টা থেকে। লখনউয়ের ঘরের মাঠে রয়েছে খেলা।

তবে দু’টি ম্যাচেই বৃষ্টির আশঙ্কা রয়েছে। মোহালিতে বেশ কয়েক দিন ধরেই বৃষ্টি হচ্ছে। শুক্রবার অনুশীলনই করতে পারেনি কলকাতা নাইট রাইডার্স। বুধবার পঞ্জাবে গিয়েছে নাইট রাইডার্স। বৃহস্পতিবার সেখানে অনুশীলন করেছিলেন নাইট ক্রিকেটাররা। কিন্তু পরের দিন আর অনুশীলন করতে পারলেন না তাঁরা। বৃহস্পতিবার দুপুর ৩.৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬.৩০ মিনিট পর্যন্ত অনুশীলন করার কথা ছিল কলকাতার। বৃষ্টি ও খারাপ আবহাওয়ার জন্য মাঠে নামতে পারেননি দলের ক্রিকেটাররা। তবে পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের ইন্ডোর স্টেডিয়ামে অনুশীলন করেছেন কেকেআর অধিনায়ক নীতীশ রানা। শনিবার ৬০ শতাংশ বৃষ্টির আশঙ্কা রয়েছে মোহালিতে। অন্য দিকে লখনউয়েও বৃষ্টির আশঙ্কা রয়েছে।

এ বারের় আইপিএলে অধিনায়ক বদল হয়েছে কলকাতার। শ্রেয়স আয়ারের চোট থাকায় নীতীশকে অধিনায়ক করা হয়েছে। তাঁর সামনে বড় দায়িত্ব। অধিনায়ক হিসাবে শুরুটা ভাল করতে চাইছেন তিনি। পঞ্জাবও এ বার শিখর ধাওয়ানকে অধিনায়ক করেছে। অন্য দিকে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। ঋষভ পন্থ গাড়ি দুর্ঘটনার আহত হওয়ার পর থেকে মাঠের বাইরে। তাই ওয়ার্নারকে অধিনায়ক করা হয়েছে। লখনউ অবশ্য তাদের পুরনো অধিনায়ক লোকেশ রাহুলের নেতৃত্বেই খেলতে নামবে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ