ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

ব্যর্থ সাকিব-মিরাজ, সেঞ্চুরির পথে কায়েস, দারুন ব্যাটিং করছেন মাহমুদউল্লাহ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ এপ্রিল ০১ ১৩:৫০:২৫
ব্যর্থ সাকিব-মিরাজ, সেঞ্চুরির পথে কায়েস, দারুন ব্যাটিং করছেন মাহমুদউল্লাহ

গতকাল চট্টগ্রামেই ছিলেন সাকিব। আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি শেষ করে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের সঙ্গে একই বিমানে ঢাকায় অবতরন করেন প্রিমিয়ার লিগ খেলার জন্য। ডিপিএল শুরু হওয়ার আগেই তাঁর সঙ্গে চুক্তি সই করেছিল মোহামেডান।

এমনকি মোহামেডান দল গোছানোর পেছনে অবদান রয়েছে সাকিবের। অথচ সেই দলই কিনা প্রিমিয়ার লিগে ভয়াবহ অবস্থা। সেজন্য আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ করে সোজা ঢাকায় পা রেখে পরের দিন মোহামেডানের হয়ে খেলতে নেমে গেলেন সাকিব।

অবশ্য তিনি নামলেও সুবিধা করতে পারেননি। জাতীয় দলের হয়ে ফর্মে থাকা সাকিবের ব্যাট ছিল মলিন। সাভারে টস জিতে মোহামেডানকে ব্যাটিংয়ে পাঠায় শেখ জামাল। ব্যাটিং পেয়ে শুরুটা বেশ ভালো করেন দুই ওপেনার রনি তালুকদার ও ইমরুল কায়েস।

সাকিব, মিরাজের মতো রনিও টি-টোয়েন্টি সিরিজ শেষ করেই ঢাকায় ফিরেন। উদ্বোধনী জুটিতে আসে ৭৯ রান। ৪৪ বলে ৩২ রান করে মৃত্যুঞ্জয়ের বলে আউট হন রনি। তিনে ব্যাটিং করতে নামেন মেহেদী হাসান মিরাজ।

তিনিও দুই অঙ্কের ঘর ছুঁতে পারলেন না। সাইফ হাসানের বলে ১৩ বলে পাঁচ রান করেই আউট হন মিরাজ। তার বিদায়ের পরই ক্রিজে আসেন সাকিব। ইমরুলের সঙ্গে ১৭ বল ব্যাটিং করেই সাজঘরে ফিরেন তিনি। সাকিব আউট হন পারভেজ রসূলের বলে।

১১৫ রানে তিন উইকেট হারানোর পর ইমরুলের সঙ্গে জুটি গড়ার চেষ্টা করছেন মাহমুদউল্লাহ। এই রিপোর্ট লেখা অব্দি ৮৮ বলে ৭৬ করে অপরাজিত রয়েছেন ইমরুল ও ২০ বলে ১৯ রান করে অপরাজিত ইনিংস মাহমুদউল্লাহ। মোহামেডানের দলীয় স্কোর ১৫০/৩।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ