ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

উইলিয়ামসনকে হারালো গুজরাট টাইটান্স

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ এপ্রিল ০১ ১৫:০৫:৩০
উইলিয়ামসনকে হারালো গুজরাট টাইটান্স

গুজরাট টাইটান্সের হয়ে অভিষেক ম্যাচেই হাঁটুতে চোট পেয়েছেন কেন উইলিয়ামসন। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে পাওয়া সেই চোটে আইপিএলের এবারের আসর শেষ নিউজিল্যান্ডের এই ব্যাটারের। চূড়ান্ত সিদ্ধান্ত না আসলেও এমন খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম স্পোর্টস তাক।

চেন্নাইয়ের ব্যাটিং ইনিংসের ১৩তম ওভারের সময় সীমানার কাছে দাঁড়িয়ে ডিপ স্কয়ার লেগে ফিল্ডিং করছিলেন উইলিয়ামসন। সেসময় জশুয়া লিটলের কোমর বরাবর শর্ট লেংথ ডেলিভারিতে উড়িয়ে মেরেছিলেন রুতুরাজ গায়কোয়াড়। সীমানায় দাঁড়িয়ে বেশ খানিকটা লাফিয়ে উঠে ছক্কা বাঁচানোর চেষ্টা করেছিলেন উইলিয়ামসন।

প্রথম দফায় ক্যাচ লুফে নিলেও পরে সেটা ছেড়ে দিয়ে সীমানার ওপারে গিয়ে পড়েন তিনি। যার ফলে চার হলেও দুটি রান সেভ হয় গুজরাটের। বল ছেড়ে দেয়ার পর খানিকটা বাজেভাবে পড়েছিলেন কিউই এই ক্রিকেটার। পুরো শরীরের ভর হাঁটুর ওপর পড়ায় ততক্ষণাৎ ব্যথা পান উইলিয়ামসন।

আইপিএলের সবশেষ আসরে সানরাইজার্স হায়দরাবাদের নেতৃত্ব দেয়া এই ব্যাটারকে খানিকটা সেবা শুশ্রুষা করা হলেও চোট নিয়ে মাঠের বাইরে যেতে হয় তাকে। ফলে প্রথম ম্যাচে আর মাঠে নামা হয়নি তার। এদিন তার জায়গায় ইম্প্যাক্ট ক্রিকেটার হিসেবে সাই সুদর্শনকে মাঠে নামায় গুজরাট।

ম্যাচ শেষে উইলিয়ামসনের চোট নিয়ে কথা বলেছেন হার্দিক পান্ডিয়া। গুজরাটের অধিনায়ক জানান, রাতে সেময় তাকে স্ক্যানের জন্য হাসপাতালে নেয়া হয়েছে। উইলিয়াসনকে বার্তা পাঠালেও চোট কতটা গুরুতর সেটা জানেন না হার্দিক। উইলিয়ামসন কবে নাগাদ ফিরবেন কিংবা ফিরতে পারবেন কিনা সেটার নিশ্চয়তা দিতে পারেননি দলটির অধিনায়ক।

হার্দিক বলেন, ‘আমি তাকে মেসেজ করেছি। আমি আপডেট সম্পর্কে এখনও জানি না। সে স্ক্যানের জন্য গেছে। স্ক্যান করে আসার পর ডাক্তাররা পরীক্ষা-নিরীক্ষা করলে জানা যাবে। কি হয়েছে সেটা জানি না আর কবে ফিরবেন সেটার নির্দিষ্ট সময়সীমাও নেই। আমার মনে হয় হাঁটুতে চোট পেয়েছে। তবে জানি না কতটা গুরুতর এবং ঠিক হতে কতদিন সময় নেবে।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ