ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

অনেক দিন পর স্বভাব সুলভ ব্যাটিং করলেন মাহমুদউল্লাহ ও ইমরুল কায়েস

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ এপ্রিল ০১ ১৭:৩০:১৩
অনেক দিন পর স্বভাব সুলভ ব্যাটিং করলেন মাহমুদউল্লাহ ও ইমরুল কায়েস

তবে তার উপস্থিতিতেই যেন বদলে গেল দলটির ভাগ্য। আগের পাঁচ ম্যাচের ৪টিতেই হেরেছে ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটি। একটি ম্যাচ হয়েছে বৃষ্টিতে পরিত্যক্ত। শনিবার তারা শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ২২ রানে হারিয়ে এবারের আসরে প্রথম জয় তুলে নিয়েছে।

এই ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে মোহামেডান। জবাবে খেলতে নেমে ২৬৮ রানে অল আউট হয়েছে শেখ জামাল। ব্যাট হাতে এদিন বেশিদূর এগোতে পারেননি সাকিব আল হাসান। তিনি ৯ বল খেলে ৫ রান করে আউট হন। ভারতীয় রিক্রুট পারভেজ রসুলকে ফ্লিক করতে চেয়েছিলেন সাকিব।

ব্যাটে-বলে না হলে তা জমা পড়ে মিড উইকেটে তাওহিদ হৃদয়ের হাতে। এদিন ইমরুল কায়েস ও রনি তালুকদারের ব্যাটে দারুণ শুরু পায় মোহামেডান। এই দুজনে ওপেনিং জুটিতে যোগ করেন ৭৯ রান। রনিকে ফিরিয়ে এই জুটি ভাঙেন মৃত্যুঞ্জয় চৌধুরি। এরপর ওয়ান ডাউনে নামেন মেহেদী হাসান মিরাজ। তিনি ব্যক্তিগত ৫ রানে আউট হন।

চতুর্থ উইকেটে ইমরুল ও মাহমুদউল্লাহ রিয়াদ মিলে মোহামেডানের বড় রানের পুঁজি গড়েছেন। তারা চতুর্থ উইকেটে যোগ করেছেন ৭৩ রান। এরপর আরিফুল হক ও জ্যাক লিনটট মিলে মোহামেডানের সংগ্রহ বড় পর্যায়ে নিয়ে যান। ইমরুল দলের হয়ে সর্বোচ্চ ৮৬ রানের ইনিংস খেলেছেন। তার ১০১ বলের ইনিংসে ছিল ১০টি চার নো ২টি ছকা।

মাহমুদউল্লাহর ব্যাট থেকে আসে ৫১ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ৪৮ রান। শেষদিকে নেমে ৩১ বলে ২৯ রানের ইনিংস খেলেছেন আরিফুল। আর লিনটটের ব্যাট থেকে এসেছে ১০ বলে ঝড়ো ২৪ রান। তার ইনিংসে ছিল ২টি করে চার ও ছক্কা। শেখ জামালের হয়ে ২টি করে উইকেট নেন পারভেজ রসুল ও আরিফ আহমেদ। একটি করে উইকেট পেয়েছেন শফিকুল ইসলাম, মৃত্যুঞ্জয় ও সাইফ হাসান।

বড় লক্ষ্যে খেলতে নেমে ভালো শুরু পেয়েছিল শেখ জামাল। সাইফ ও সৈকত আলী মিলে যোগ করেন ৮৩ রান। সৈকত ২৬ রানে ফিরলেও সাইফ ৫৮ রান করেছেন এদিন। ফজলে মাহমুদ রাব্বির ৩৬ ও পারভেজের ৬৩ রানে ভর করে ২৬৮ পর্যন্ত পৌঁছাতে পারে শেখ জামাল।

এদিন শেখ জামালের ইনিংসে সবচেয়ে বড় ধস নামিয়েছেন আবু জায়েদ রাহি ও জ্যাক লিনটট। দুজনই ৩টি করে উইকেট নিয়েছেন। একটি করে উইকেট পেয়েছেন নাজমুল ইসলাম অপু ও মেহেদী হাসান মিরাজ। সাকিবের ১০ ওভার বোলিং করলেও ৩১ রান দিয়ে কোনো উইকেট পাননি।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ