ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

কলকাতা নাইট রাইডার্সকে বিশার রানের টার্গেট দিল পঞ্জাব কিংস

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ এপ্রিল ০১ ১৭:৫০:৪০
কলকাতা নাইট রাইডার্সকে বিশার রানের টার্গেট দিল পঞ্জাব কিংস

পঞ্জাবের ইনিংস বিবরণ:

দ্বিতীয় ওভারে বল করতে আসেন টিম সাউদি। প্রথম ২টি বলে পরপর ২টি চার মারেন প্রভসিমরন। পঞ্চম বলে ছক্কা মারেন তিনি। তবে ওভারের শেষ বলে গুরবাজের দস্তানায় ধরা পড়ে যান তিনি। ১২ বলে ২৩ রান করেন তিনি। মারেন ২টি চার ও ২টি ছক্কা।

৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩০ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ভানুকা রাজাপক্ষে। তবে ব্যক্তিগত অর্ধশতরানে পৌঁছনো মাত্রই আউট হয়ে বসেন তিনি। ১০.৬ ওভারে উমেশ যাদবের বলে রিঙ্কু সিংয়ের হাতে ধরা পড়েন ভানুকা। ৩২ বলে ৫০ রান করেন তিনি।

১৩.২ ওভারে সাউদির বলে ছক্কা মারেন জিতেশ শর্মা। তবে পরের বলেই উমেশ যাদবের হাতে ধরা পড়ে যান তিনি। ১টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১১ বলে ২১ রান করে মাঠ ছাড়েন জিতেশ। ১৪.৩ ওভারে বরুণ চক্রবর্তীর বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন শিখর ধাওয়ান। ২৯ বলে ৪০ রান করেন তিনি। মারেন ৬টি চার।

১৭.৫ ওভারে সুনীল নারিনের বলে নীতিশ রানার হাতে ধরা পড়েন সিকন্দর রাজা। ১৩ বলে ১৬ রান করেন তিনি। মারেন ১টি চার ও ১টি ছক্কা।

শেষ ওভারে টিম সাউদির প্রথম বলে চার মারেন শাহরুখ খান। তৃতীয় বলে ছক্কা মারেন স্যাম কারান। ওভারে মোট ১৫ রান ওঠে। ২০ ওভার শেষে পঞ্জাব কিংসের স্কোর ৫ উইকেটে ১৯১ রান। কারান ২টি ছক্কার সাহায্যে ১৭ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন। ২টি বাউন্ডারির সাহায্যে ৭ বলে ১১ রান করেন শাহরুখ খান। সাউদি ৪ ওভারে ৫৪ রান খরত করে ২টি উইকেট নেন। সুতরাং, জয়ের জন্য কেকেআরের দরকার ১৯২ রান।

কলকাতা নাইট রাইডার্সের একাদশ:

রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), মনদীপ সিং, নীতিশ রানা (ক্যাপ্টেন), রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, শার্দুল ঠাকুর, সুনীল নারিন, টিম সাউদি, অনুকূল রায়, উমেশ যাদব ও বরুণ চক্রবর্তী।

পঞ্জাবের একাদশ:

শিখর ধাওয়ান (ক্যাপ্টেন), প্রভসিমরন সিং, ভানুকা রাজাপক্ষে, সিকন্দর রাজা, জিতেশ শর্মা (উইকেটকিপার), শাহরুখ খান, স্যাম কারান, ন্যাথন এলিস, হরপ্রীত ব্রার, রাহুল চাহার ও অর্শদীপ সিং।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ