ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

শেষ হলো লখনউ সুপার জায়ান্টস বনাম দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ম্যাচের টস, দেখেনিন ফলাফল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ এপ্রিল ০১ ১৯:৩৯:২৪
শেষ হলো লখনউ সুপার জায়ান্টস বনাম দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ম্যাচের টস, দেখেনিন ফলাফল

লখনউয়ের ইনিংস বিবরণ:

৩.৪ ওভারে চেতন সাকারিয়ার বলে ছক্কা মারেন লোকেশ রাহুল। ৩.৬ ওভারে সাকারিয়ার বলে ফের ছয় মারতে গিয়ে বাউন্ডারি লাইনে অক্ষর প্যাটেলের হাতে ধরা পড়েন লখনউ অধিনায়ক। তিনি ১২ বলে ৮ রান করেন। ১১.৩ ওভারে অক্ষর প্যাটেলের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন কাইল মায়ের্স। ৩৮ বলে ৭৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। মারেন ২টি চার ও ৭টি ছক্কা।

১৪.১ ওভারে খলিল আহমেদের বলে সরফরাজ খানের দস্তানায় ধরা পড়েন মার্কাস স্টইনিস। ১টি ছক্কার সাহায্যে ১০ বলে ১২ রান করে মাঠ ছাড়েন তিনি। ১৮.৩ ওভারে খলিল আহমেদের বলে পৃথ্বী শ-র হাতে ধরা পড়েন নিকোলাস পুরান। ২১ বলে ৩৬ রান করেন তিনি। মারেন ২টি চার ও ৩টি ছক্কা।

শেষ ওভারে চেতন সাকারিয়ার বলে জোড়া ছক্কা মারেন আয়ুষ বাদোনি। ওভারের পঞ্চম বলে সরফরাজের দস্তানায় ধরা পড়েন তিনি। ১টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৭ বলে ১৮ রান করেন বাদোনি।

মাত্র ১টি বলের জন্য ব্যাট হাতে মাঠে নামেন কৃষ্ণাপ্পা গৌতম। সেই বলেই তিনি ছক্কা মারেন। চেতনের শেষ ওভারে ২২ রান ওঠে। লখনউ ২০ ওভারে ১৯৩ রান তোলে। ১টি ছক্কার সাহায্যে ১৩ বলে ১৫ রান করে নট-আউট থাকেন ক্রুণাল। সাকারিয়া ৪ ওভারে ৫৩ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন। জয়ের জন্য দিল্লি ক্যাপিটালসের দরকার ১৯৪ রান। খলিল আহমেদ মায়ের্সের সহজ ক্যাচ না ছাড়লে লখনউয়ের পক্ষে এতদূরে পৌঁছনো সম্ভব হতো না।

লখনউয়ের প্রথম একাদশ

লোকেশ রাহুল (ক্যাপ্টেন), কাইল মায়ের্স, দীপক হুডা, নিকোলাস পুরান (উইকেটকিপার), মার্কাস স্টইনিস, আয়ুষ বাদোনি, ক্রুণাল পান্ডিয়া, আবেশ খান, রবি বিষ্ণোই, জয়দেব উনাদকাট ও মার্ক উড।

দিল্লির প্রথম একাদশ

ডেভিড ওয়ার্নার (ক্যাপ্টেন), পৃথ্বী শ, রিলি রসউ, মিচেল মার্শ, সরফরাজ খান (উইকেটকিপার), রোভম্যান পাওয়েল, অক্ষর প্যাটেল, খলিল আহমেদ, কুলদীপ যাদব, চেতন সাকারিয়া ও মুকেশ কুমার।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ