ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

সাকিব-লিটনকে এনওসি না দেওয়ার আসল কারণ জানালেন রাজ্জাক

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ এপ্রিল ০২ ১৫:৫০:৪০
সাকিব-লিটনকে এনওসি না দেওয়ার আসল কারণ জানালেন রাজ্জাক

টেস্ট ক্রিকেটের আঙিনায় আয়ারল্যান্ড এখনও হামাগুড়ি দিচ্ছে। মাত্র তিনটি টেস্ট খেলা দলটি এবারই প্রথম খেলবে বাংলাদেশের বিপক্ষে। ৪ এপ্রিল মিরপুরে শুরু হতে যাওয়া সেই টেস্ট নিয়ে রীতিমত লঙ্কাকাণ্ড। দলের অধিনায়ক সাকিব আল হাসান ও সহ-অধিনায়ক লিটন দাস এই ম্যাচ না খেলে আইপিএলের এনওসি চেয়েছিলেন। তবে বোর্ড সেই আবেদন নাকচ করে তাদের রেখেই টেস্ট দল ঘোষণা করেছে।

যেখানে বড় বড় দলগুলোর বোর্ড খেলোয়াড়দের আইপিএলে যেতে দিতে কোনো আপত্তি জানায় না, সেখানে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টের জন্য সাকিব-লিটনকে এনওসি না দেওয়ায় নাখোশ অনেকে। তবে নির্বাচক ও সাবেক স্পিনার আব্দুর রাজ্জাক জানালেন, ফরম্যাটটা টেস্ট বলেই বাংলাদেশ সেরা দল নিয়ে মাঠে নামছে। এছাড়া আইরিশ ক্রিকেটারদের অনেকে কাউন্টি ক্রিকেট খেলেন বলে তাদের হালকাভাবে নেওয়া ভুল হবে বলেও মনে করেন তিনি।

রাজ্জাক বলেন, 'বোর্ডের একটা সিদ্ধান্ত আছে, একইসাথে খেলোয়াড়রা কী চাচ্ছে ওটাও একটা বিষয়। আমার দিক থেকে বলব- সেরা দলটাই খেলুক, যেহেতু এটা টেস্ট ম্যাচ। কখনো কোনো টেস্ট ম্যাচকে বা টেস্ট দলকে হালকাভাবে নেওয়া উচিৎ নয়। টেস্ট ম্যাচ জিতে রাখাই ভালো। ওরকম পরিস্থিতিতে আসলে আমরা এখনও যাইনি। আমাদের দলে ৪-৫ জন খেলোয়াড় না থাকলে সমস্যা হবে না এখনও ঐ পর্যায়ে যাইনি, সময় লাগবে।'

অনেকেই মনে করছেন, এই সিরিজে বাংলাদেশ দ্বিতীয় সারির দল খেলিয়ে পরীক্ষানিরীক্ষার পথে হাঁটতে পারত। সে বিষয়ে রাজ্জাকের বক্তব্য, 'এটা যার যার ব্যক্তিগত কথা। দিনশেষে সিদ্ধান্ত বিসিবির। বিসিবি যে সিদ্ধান্ত নিবে তাতে আমি সাধুবাদ জানাই। এনওসি দিলেও আমার কোনো সমস্যা ছিল না, দেয়নি এতেও আমার কোনো সমস্যা নেই আমি খুশি।'

তবে টেস্ট ম্যাচে সবসময় সেরা দল নিয়েই খেলতে নামা উচিৎ বলে মনে করেন এই কিংবদন্তি। রাজ্জাক জানান, 'টেস্ট ম্যাচ ভিন্ন জিনিস। আমরাও প্রথমদিকে যখন টেস্ট খেলতাম ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মূল দলই খেলত। হয়ত এটা টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ না। কিন্তু টেস্ট জিতে রাখা ভিন্ন ব্যাপার। আয়ারল্যান্ডের প্রচুর খেলোয়াড় আছে যারা কাউন্টি খেলে।

ওদের হালকা করে দেখার সুযোগ নেই। ওয়ানডে ও টি-টোয়েন্টি দেখে যদি মনে হয় ওরা ভালো দল না, ভুল হচ্ছে। ওরা যেভাবে খেলেছে এরচেয়ে অনেক ভালো দল। হয়ত এখানে এসে ভালো করতে পারেনি। ওদের ৯০ ভাগ ক্রিকেটারই কাউন্টি খেলে। আমাদের তো কাউন্টির মান সম্পর্কে ধারণা আছে। ওরা সেখানকার পারফর্মার।'

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ