ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

ধোনির 'এলিট' রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়লো লখনউ-ব্যাঙ্গালোরুর ম্যাচ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ এপ্রিল ১২ ১১:১৫:২৭
ধোনির 'এলিট' রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়লো লখনউ-ব্যাঙ্গালোরুর ম্যাচ

ঠিক তার পরপরেই বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম কেএল রাহুলের নেতৃত্বাধীন লখনউ সুপার জায়ান্টসের ম্যাচ শেষ হয় একেবারে শেষ বলে। যেখানে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিয়েছে সুপার জায়ান্টসরা। আর এই ম্যাচেই রেকর্ড ভিউয়ারশিপে ভেঙে গেছে মহেন্দ্র সিং ধোনির 'এলিট' রেকর্ডও!

শেষ বলে দীনেশ কার্তিক সঠিকভাবে বল ধরতে না পারার খেসারত দিতে হয় আরসিবিকে। আরসিবির ব্যাটাররা যখন ব্যাট করছিল তখন চিন্নাস্বামী মুখরিত ছিল‌ তাদের সমর্থকদের গর্জনে। ম্যাচ শেষে গোটা স্টেডিয়াম জুড়ে যেন ছিল নীরবতা। গুটিকয়েক লখনউ সমর্থক যারা উপস্থিত ছিলেন স্টেডিয়ামে তারা আনন্দ উচ্ছ্বাসে মাতেন। এ দিনের ম্যাচ প্রথম দেখেই খুব রোমাঞ্চকর একটি ম্যাচে পরিণত হয়। ফ্যাফ ডু'প্লেসি এবং বিরাট কোহলির ওপেনিং জুটি মাতিয়ে দেয় আরসিবি সমর্থকদের। আইপিএলে তাঁর কেরিয়ারের ৪৬তম অর্ধশতরান করেন বিরাট কোহলি।

আরসিবি অধিনায়কও একেবারে খুনে মেজাজে ব্যাট করেন। ফ্যাফ তাঁর ইনিংসে হাঁকান একটি ১১৫ মিটারের লম্বা ছক্কা। এরপর ঝোড়ো ইনিংসে আরসিবিকে ২০০ রানের গন্ডি পার করিয়ে দেন গ্লেন ম্যাক্সওয়েল। এরপর সুপার জায়ান্টস রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি। তবে তাদের দুই ব্যাটার মার্কাস স্টোইনিস এবং নিকোলাস পুরান অনবদ্য ব্যাটিংয়ে দলের জয়ের ভিত গড়ে দেন। শেষ বলে এক রুদ্ধশ্বাস সিঙ্গেলস নিয়ে জয় নিশ্চিত করেন আবেশ খান।

RCB vs LSG -র এই ম্যাচ ভেঙে দিয়েছে চলতি আইপিএলে ভিউয়ারশিপের সমস্ত নজির। এই ম্যাচ ভেঙে দিয়েছে সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির নজিরও। গত সপ্তাহেই লখনউয়ের বিরুদ্ধে ধোনির তিন বলের ইনিংসে জিও সিনেমায় রেকর্ড ভিউয়ারশিপ উঠেছিল। ১ কোটি ৭০ লক্ষ মানুষ সেই সময়ে ম্যাচ দেখেছিল জিও সিনেমার প্ল্যাটফর্মে। ধোনি নিজেই ভেঙে দিয়েছিলেন নিজের রেকর্ডও। আইপিএল ২০২৩'র প্রথম ম্যাচে গুজরাট টাইটানসের বিরুদ্ধে ম্যাচে ধোনি ব্যাট করার সময়ে জিও সিনেমার ভিউয়ারশিপ ছিল ১ কোটি ৬০ লক্ষ । যা ভেঙেছিলেন স্বয়ং ধোনি। সোমবার ব্যাঙ্গালোর বনাম লখনউয়ের ম্যাচ জিও সিনেমার প্ল্যাটফর্মে দেখলেন ১ কোটি ৮০ লক্ষ মানুষ। ফলে এই ম্যাচ ভেঙে দিল ধোনির 'এলিট' রেকর্ডকে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ