ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

ফর্মে ফিরতে সূর্যকে পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ শাস্ত্রী

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ এপ্রিল ১২ ১১:৫৭:১৫
ফর্মে ফিরতে সূর্যকে পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ শাস্ত্রী

আশা করা হয়েছিল দিল্লির বিরুদ্ধে হয়তো ফর্মে ফিরবেন তিনি। কিন্তু সেখানেও হতাশ করেছেন সূর্য। মঙ্গলবারের ম্যাচে মুকেশ কুমারের বলে কুলদীপ যাদবের হাতে ক্যাচ দিয়ে প্রথম বলেই 'গোল্ডেন ডাক আউট হয়েছেন তিনি। এমন অবস্থায় সূর্য কীভাবে ফর্মে ফিরতে পারেন তার একটা উপায় বাতলে দিয়েছেন প্রাক্তন ভারতীয় হেড কোচ রবি শাস্ত্রী। তাঁর সোজা সাপটা দাওয়াই। তাড়াহুড়ো করলে হবে না। ধৈর্য্য ধরতে হবে। তবেই ফর্মে ফিরতে পারবেন সূর্যকুমার যাদব।

২২ গজে ব্যাট করতে নেমেই স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় বোলারদের আক্রমণ করে খেলেন সূর্যকুমার যাদব। ফলে একটা সময়ে যেমন তাড়াতাড়ি রান করতে পেরেছেন এখন তেমনি ভাবেই তাঁকে আউটও হতে হচ্ছে দ্রুত। এখন সময়টা ভালো যাচ্ছে না ভারতের মিডল অর্ডার এই ব্যাটারের। আর সেই কারণেই তাঁকে ২২ গজে ব্যাট করতে নামার শুরুতে আরও কিছুটা বেশি সময় কাটানোর পরামর্শ দিয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার ও হেড কোচ রবি শাস্ত্রী।

মাঠের চারিদিকে শট খেলতে পারার দক্ষতার কারণে তাঁকে ‘৩৬০ ডিগ্রি’ ব্যাটারের তকমাও দেওয়া হয়েছে। তবে এই মুহূর্তে সূর্যকুমারের ব্যাট একেবারে রান নেই। যেন রান করতেই ভুলে গেছেন তিনি। টি-২০ ক্রিকেট দিয়েই মূলত পরিচিতি পেয়েছিলেন সূর্যকুমার যাদব। অনবদ্য ধারাবাহিক পারফরম্যান্স করে এই সংস্করণে তিনি বর্তমানে আইসিসির র‍্যাঙ্কিংয়ে শীর্ষ ব্যাটার।

এ বার অফ ফর্মে থাকা সূর্যকুমারকে ফর্মে ফেরার দাওয়াই দিয়ে পথ বাতলে দিলেন রবি শাস্ত্রী। তিনি বলেন, ‘সুড়ঙ্গের শেষে আলো থাকে, সূর্যকুমার শীঘ্রই তা দেখতে পাবেন। আর যখন সূর্য আলোটা দেখতে পাবে, তখন সে সেই সুযোগটা লুফে নেবে এবং সেটার সম্পূর্ণ ব্যবহার করবে বলেই আমার বিশ্বাস। ওঁর প্রতি আমার পরামর্শ হল ধৈর্য্য ধরতে হবে ফর্মে ফিরতে গেলে। তাড়াহুড়ো করলে চলবে না।

টি-২০ ক্রিকেট খেললেও ইনিংসের শুরুতে নিজেকে কিছুটা বেশি সময় দিতে হবে সেট হতে। একটা ভালো হিট হলেই পরে সূর্য তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় খেলতে পারবেন। এটাই তাঁর প্রয়োজন। একটা ভালো হিট আর ক্রিজে কিছুটা সময় দেওয়া। ২০-৩০ মিনিট নয়,৬ বা ৮ বল সময় নিলেই আমার মনে হয় সূর্য ভালো খেলতে পারবে।’ উল্লেখ্য আন্তর্জাতিক টি-২০তে ৪৮টি ম্যাচ খেলে সূর্যকুমারের সংগ্রহ ১৬৭৫ রান। রয়েছে ৩ শতরানও।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ