ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

জিতে মাঠ থেকেই রিতিকাকে ভিডিও কল রোহিতের, ফাঁস হলো স্বামী-স্ত্রী'র কথা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ এপ্রিল ১২ ১৪:৫৫:৫৯
জিতে মাঠ থেকেই রিতিকাকে ভিডিও কল রোহিতের, ফাঁস হলো স্বামী-স্ত্রী'র কথা

দিল্লির বিরুদ্ধে শেষ বলের থ্রিলার জিতে উঠে স্বাভাবিকভাবেই স্বস্তির নিঃশ্বাস ফেলেন মুম্বই দলনায়ক রোহিত শর্মা। তার উপর নিজে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতায় তৃপ্তিটা একটু বেশিই ছিল হিটম্যানের।

রোহিত নিজের খুশিটা পরিবারের সঙ্গে ভাগ করে নিতে ভোলেননি। ম্যাচের শেষে মাঠ থেকেই স্ত্রী রিতিকার সঙ্গে ভিডিয়ো কলে কথা বলতে দেখা যায় রোহিতকে। উল্লেখযোগ্য বিষয হল, স্বামী-স্ত্রীর মধ্যে কী কথা হয়, সেটাও গোপন থাকেনি।

আসলে রোহিত-রিতিকার ভিয়িয়ো কলের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মুম্বই ইন্ডিয়ান্স। মুম্বইয়ের জয় ও রোহিতের ব্যক্তগত পারফর্ম্যান্স নিয়ে উচ্ছ্বসিত শোনায় তাঁর স্ত্রীকে। রিতিকা এও জানান তাঁদের কন্যা সামাইরা রোহিতের হাতে ট্রফি দেখে যারপরনাই খুশি হবে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ