ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

চেন্নাই সুপার কিংসকে লড়াকু টার্গেট দিল রাজস্থান রয়্যালস

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ এপ্রিল ১২ ২১:৫৪:০৮
চেন্নাই সুপার কিংসকে লড়াকু টার্গেট দিল রাজস্থান রয়্যালস

চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন হিসেবে ২০০তম ম্যাচে মাঠে নামছেন মহেন্দ্র সিং ধোনি। এমনিতেই চেন্নাই ফ্র্যাঞ্চাইজির স্তম্ভে পরিণত হয়েছেন ধোনি। তার উপর এমন অবিশ্বাস্য মাইলস্টোন ম্যাচে চিপকের আবহ ধোনিময় হতে চলেছে নিশ্চিত।

আইপিএলের প্রথম ক্যাপ্টেন হিসেবে কোনও একটি ফ্র্যাঞ্চাইজিকে ২০০টি ম্যাচে নেতৃত্ব দিতে নামছেন ধোনি। স্বাভাবিকভাবেই ম্যাচের আগে সিএসকে ফ্র্যাঞ্চাইজি তাদের ক্যাপ্টেনকে সংবর্ধনা দেয়। এন শ্রীনিবাসন ধোনির হাতে তুলে দেন বিশেষ স্মারক।

রাজস্থানের ইনিংস বিবরণ:

১.৪ ওভারে তুষার দেশপান্ডের বলে শিবম দুবের হাতে ধরা পড়েন যশস্বী জসওয়াল। ৮ বলে ১০ রান করেন তিনি। মারেন ২টি চার। ৮.৩ ওভারে রবীন্দ্র জাদেজার বলে ডেভন কনওয়ের হাতে ধরা পড়েন দেবদূত পাডিক্কাল। ২৬ বলে ৩৮ রান করেন তিনি। মারেন ৫টি চার। একই ওভারে জোড়া উইকেট তুলে নিলেন জাদেজা। ৮.৫ ওভারে জাদেজার বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন সঞ্জু স্যামসন। ২ বল খেলে শূন্য রানে আউট হন রাজস্থান দলনায়ক।

১৪তম ওভারে থিকসানার বলে ১টি চার মারেন অশ্বিন। ১৫তম ওভারে আকাশ সিংয়ের বলে জোড়া ছক্কা হাঁকান তিনি। শেষমেশ ১৪.৬ ওভারে আকাশের বলেই মাগালার হাতে ধরা পড়েন রবিচন্দ্রন। ২২ বলে ৩০ রান করেন অশ্বিন। মারেন ১টি চার ও ২টি ছক্কা। ১৬.২ ওভারে মইন আলির বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন জোস বাটলার। ৩৬ বলে ৫২ রান করেন তিনি। মারেন ১টি চার ও ৩টি ছক্কা। ১৮.৬ ওভারে আকাশ সিংয়ের বলে শিবম দুবের হাতে ধরা পড়েন ধ্রুব জুরেল। ৬ বলে ৪ রান করেন তিনি। রাজস্থান ১৬৭ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন জেসন হোল্ডার।

১৯.৫ ওভারে তুষার দেশপান্ডের বলে কনওয়ের হাতে ধরা পড়েন জেসন হোল্ডার। গোল্ডেন ডাকে সাজঘরে ফেরেন হোল্ডার। ১৯.৬ ওভারে ২ রান নেওয়ার চেষ্টায় রান-আউট হন অ্যাডাম জাম্পা। ১ ভলে ১ রান করেন তিনি। রাজস্থান রয়্যালস ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৭৫ রান তোলে। হেতমায়ের ১৮ বলে ৩০ রান করে নট-আউট থাকেন। তিনি ২টি চার ও ২টি ছক্কা মারেন। তুষার দেশপান্ডে ৪ ওভারে ৩৭ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন। জয়ের জন্য চেন্নাইয়ের দরকার ১৭৬ রান। রাজস্থান লড়াইয়ের রসদ সংগ্রহ করলেও চেন্নাইয়ের নাগালের বাইরে চলে গিয়েছে, এমনটা কখনই বলা যাবে না।

রাজস্থানের প্রথম একাদশ

জোস বাটলার, যশস্বী জসওয়াল, সঞ্জু স্যামসন (ক্যাপ্টেন ও উইকেটকিপার), দেবদূত পাডিক্কাল, শিমরন হেতমায়ের, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, জেসন হোল্ডার, কুলদীপ সেন, সন্দীপ শর্মা ও যুজবেন্দ্র চাহাল।

সিএসকের প্রথম একাদশ

ডেভন কনওয়ে, রুতুরাজ গায়কোয়াড়, অজিঙ্কা রাহানে, মইন আলি, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সি ধোনি (ক্যাপ্টেন ও উইকেটকিপার), সিসান্দা মাগালা, তুষার দেশপান্ডে, মাহিশ থিকসানা ও আকাশ সিং।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ