ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

কলকাতার একাদশে সুযোগের ক্ষেত্রে লিটনের বড় বাধা যিনি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ এপ্রিল ১৩ ১৫:৩৫:৩২
কলকাতার একাদশে সুযোগের ক্ষেত্রে লিটনের বড় বাধা যিনি

তবে লিটনের জন্য কাজটি মোটেও সহজ হবে না। কেকেআরের হয়ে এবার পহেলা বৈশাখটা স্মরণীয় করে রাখার সুযোগ রয়েছে তার সামনে। শুক্রবার (১৪ এপ্রিল) কলকাতার জার্সিতে যদি একাদশে সুযোগ পেয়ে যান লিটন তাহলে সেটি তার ক্যারিয়ারের অন্যতম অর্জন হবে তা নিশ্চিতই।

কলকাতার একাদশে সুযোগ পাওয়ার ক্ষেত্রে লিটন দাসের মূল প্রতিদ্বন্দ্বী ইংলিশ ব্যাটার জেসন রয়। দলটির জার্সিতে ফর্মে থাকা আফগানিস্তানের রহমতউল্লাহ গুরবাজ ওপেনিংয়ের পাশাপাশি উইকেটরক্ষকের দায়িত্বটাও পালন করছেন। ফলে, একাদশে তার থাকা অনেকটাই নিশ্চিত।

মিডল অর্ডারে আন্দ্রে রাসেলের ব্যর্থতা কলকাতাকে ভাবাচ্ছে। সেক্ষেত্রে কলকাতা যদি তাদের ব্যাটিং গভীরতা আরও বাড়াতে চায় সেক্ষেত্রে লিটন কিংবা জেসন রয় থেকে কারো সুযোগ মিলতে পারে একাদশে।

সর্বশেষ পাকিস্তান সুপার লিগে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন জেসন রয়। ৭ ইনিংসে ১ সেঞ্চুরিতে ২৪৫ রান করেছেন তিনি। স্ট্রাইক রেট দেড়শোরও বেশি। অন্যদিকে, লিটনও সাম্প্রতিক সময়ে রয়েছেন সেরা ছন্দে। ওপেনিংয়ে পাশাপাশি ভিন্ন পজিশনে ব্যাটিং করার অভিজ্ঞতা জেসন রয়ের থেকে লিটনকে এগিয়ে রাখবে।

চলতি বছর ২০ ওভারের ক্রিকেটে লাল-সবুজ জার্সিতে লিটন ৬ ইনিংস খেলে রান করেছেন ২২৯। শেষ পর্যন্ত লিটন দাস কিংবা জেসন রয় থেকে কারো একাদশে সুযোগ মেলে কিনা সেটি দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ