ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

মুম্বই ইন্ডিয়ান্সকে বিশাল রানের টার্গেট দিল কলকাতা নাইট রাইডার্স

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ এপ্রিল ১৬ ১৭:৫৬:৫৮
মুম্বই ইন্ডিয়ান্সকে বিশাল রানের টার্গেট দিল কলকাতা নাইট রাইডার্স

রোহিত শর্মার পেটখারাপ। তিনি কেকেআরের বিরুদ্ধে মাঠে নামেননি। তাঁর বদলে মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দিতে নামেন সূর্যকুমার যাদব। সূর্যকুমারই টসের পরে রোহিতের পেটের সমস্যার কথা জানান। প্রত্যাশা মতোই কেকেআরের বিরুদ্ধে আইপিএল অভিষেক হয় অর্জুন তেন্ডুলকরের। আন্দ্রে রাসেলের চোট গুরুতর নয়। তিনি নাইট সমর্থকদের অশ্বস্ত করে এই ম্যাচেও মাঠে নামছেন। মুম্বই জার্সিতে আইপিএল অভিষেক হচ্ছে দুয়ান জানসেনেরও।

মুম্বইয়ের ইনিংস বিবরণ:

১.৫ ওভারে ক্যামেরন গ্রিনের বলে হৃত্বিক শোকিনের হাতে ধরা পড়েন নারায়ন জগদীশান। ৫ বল খেলেও খাতা খুলতে পারেননি তিনি। ষষ্ঠ ওভারে প্রথমবার বল করতে আসেন পীযূশ চাওলা। ৫.৩ ওভারে চাওলার বলে জানসেনের হাতে ধরা পড়েন রহমানউল্লাহ গুরবাজ। ১২ বলে ৮ রান করেন তিনি।

৮.১ ওভারে হৃত্বিক শোকিনের বলে পরিবর্ত ফিল্ডার রমনদীপ সিংয়ের হাতে ধরা পড়েন নীতিশ রানা। ১০ বলে ৫ রান করে মাঠ ছাড়েন কেকেআর দলনায়ক। ১২.২ ওভারে হৃত্বিক শোকিনের বলে বেঙ্কটেশ আইয়ারের তুলনায় কঠিন ক্যাচের সুযোগ হাতছাড়া করেন তিলক বর্মা। তবে ১২.৫ ওভারে হৃত্বিকের বলে শার্দুলের ক্যাচ ধরেন তিলক। ১১ বলে ১৩ রান করেন ঠাকুর। তিনি ১টি চার মারেন।

১৭.২ ওভারে মেরেডিথের বলে জানসেনের হাতে ধরা পড়েন বেঙ্কটেশ আইয়ার। ৫১ বলে ১০৪ রান করেন তিনি। মারেন ৬টি চার ও ৯টি ছক্কা। ১৯তম ওভারে জানসেনের বলে ১টি চার ও ১টি ছক্কা মারেন রাসেল। ১৮.৫ ওভারে জানসেনের বলে ওয়াধেরার হাতে ধরা পড়েন রিঙ্কু সিং। ১৮ বলে ১৮ রান করেন তিনি। মারেন ২টি চার। নির্ধারিত ২০ ওভারে কেকেআর ৬ উইকেট হারিয়ে ১৮৫ রান সংগ্রহ করে। সুতরাং, জয়ের জন্য মুম্বইয়ের দরকার ১৮৬ রান।

কেকেআরের প্রথম একাদশ

রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), বেঙ্কটেশ আইয়ার, নারায়ন জগদীশান, নীতিশ রানা (ক্যাপ্টেন), রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, শার্দুল ঠাকুর, উমেশ যাদব, লকি ফার্গুসন ও বরুণ চক্রবর্তী।

মুম্বইয়ের প্রথম একাদশ

ক্যামেরন গ্রিন, ইশান কিষাণ (উইকেটকিপার), তিলক বর্মা, সূর্যকুমার যাদব (ক্যাপ্টেন), টিম ডেভিড, নেহাল ওয়াধেরা, অর্জুন তেন্ডুলকর, হৃত্বিক শোকিন, পীযূশ চাওলা, দুয়ান জানসেন ও রিলি মেরেডিথ।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ