ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

তরুণীর মুখে ‘আই লাভ ইউ’ শুনে যা বললেন জস বাটলার

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ এপ্রিল ১৮ ১২:১৫:৫২
তরুণীর মুখে ‘আই লাভ ইউ’ শুনে যা বললেন জস বাটলার

পাশাপাশি ওই নারী বাটলারের বড় সমর্থক এবং গুজরাটের স্থানীয় বাসিন্দা হয়েও রাজস্থানকে সমর্থন দিচ্ছেন। তরুণীর কথা শুনে বাটলার হেসেই খুন! তারপর কিছুক্ষণ সেই সমর্থকের সঙ্গে গল্পও করেন।

ফ্র্যাঞ্চাইজি ক্লাব রাজস্থান রয়্যালসের টুইটারে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, বাটলার সেই তরুণীর কাছে জানতে চান, নিয়মিত আইপিএল দেখেন কি না? জবাবে সেই তরুণী মাথা নেড়ে হ্যাঁ বলেন।

স্থানীয় মেয়ে হয়েও রাজস্থানকে সমর্থন দেয়ার কথায় বাটলার বলেন, তাহলে তুমিই সম্ভবত একমাত্র সমর্থক হিসেবে আগামীকাল (রোববার) গোলাপি জার্সি পরে আসবে।

আলাপচারিতার শেষদিকে সেই তরুণীর সঙ্গে ছবি তোলেন বাটলার। তাকে অটোগ্রাফও দিয়েছেন এ উইকেটরক্ষক-ব্যাটার।

প্রসঙ্গত, চলতি আইপিএলে এখন পর্যন্ত ৫ ম্যাচে ২০৪ রান করেছেন বাটলার। গতবার ৮৬৩ রান করেছিলেন। তার দল রাজস্থান অবশ্য দুর্দান্ত ছন্দে রয়েছে। পয়েন্ট তালিকায় শীর্ষস্থানে রয়েছে রয়েলসরা।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ