ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

ব্রেকিং নিউজ: বিশ্বকাপের আয়োজক আর্জেন্টিনা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ এপ্রিল ১৮ ১২:৫৭:১৬
ব্রেকিং নিউজ: বিশ্বকাপের আয়োজক আর্জেন্টিনা

মঙ্গলবার যুবাদের বিশ্বকাপের জন্য লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনার নাম ঘোষণা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। মূলত এরপর থেকে আনন্দের জোয়ারে ভাসছে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স এইরেস। আগামী ২০ মে থেকে মাঠে গড়াবে বিশ্বকাপের ম্যাচগুলো।

যদিও এর আগে টুর্নামেন্টটি ইন্দোনেশিয়ায় বসার কথা ছিল। কিন্তু বিশ্বকাপে ইসরাইলের অংশ নেয়াকে কেন্দ্র করে দেশটিতে অস্থিরতা তৈরি হয়। আর এ কারণেই দেশটি থেকে একেবারে শেষ মুহূর্তে এসে সরিয়ে নেয়া হয় বিশ্বকাপ।

ইন্দোনেশিয়া থেকে বিশ্বকাপ সরিয়ে নেয়ার বিষয়ে ফিফার বিবৃতির পরপরই বিশ্বকাপ আয়োজনের জন্য আগ্রহ প্রকাশ করে আর্জেন্টিনা। একমাত্র দেশ হিসেবে তারাই টুর্নামেন্টটি আয়োজনের জন্য ফিফাকে প্রস্তাব দেয়।

অবশ্য আগে থেকেই গুঞ্জন ছিল, আয়োজক হিসেবে আর্জেন্টিনার নাম ঘোষণা হতে সময়ের অপেক্ষা কেবল। অবশেষে আজ ফিফা চূড়ান্তভাবে আর্জেন্টিনার নাম ঘোষণা করল।

চলতি বছরের ২০ মে থেকে ১১ জুন পর্যন্ত টুর্নামেন্টটি চলবে। এর আগে বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে আগামী ২১ এপ্রিল সুইজারল্যান্ডের জুরিখে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ