ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

শেষ হলো বার্সেলোনার ম্যাচ, দেখেনিন ফলাফল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ এপ্রিল ১৮ ১৫:১৫:৫৫
শেষ হলো বার্সেলোনার ম্যাচ, দেখেনিন ফলাফল

বার্সেলোনা পরিবেশ দূষণের কথা ভেবে প্রথমবার বিমানের পরিবর্তে রেলভ্রমণের সিদ্ধান্ত নেয়। লা লিগার ম্যাচ খেলতে দ্রুতগতির ট্রেনে ৫০৬ কিলোমিটার পথ পাড়ি দিয়ে মাদ্রিদে গেছে জাভি হার্নান্দেজের দল। রেলভ্রমণের ধকলের কারণেই কি ম্যাচের ফল গোলশূন্য ড্র? বার্সেলোনার কোচ জাভি হার্নান্দেজ অবশ্য হারের কারণ হিসেবে মাঠকে দুষেছেন। ম্যাচের ৬৭ শতাংশ সময় বল ছিল বার্সেলোনার দখলে।

সারা ম্যাচে তারা লক্ষ্যে শট নিতে পারে মাত্র ৩টি। ম্যাচের পর সংবাদ সম্মেলনে জাভি বলেন, ‘মাঠ আমাদের পিছু টেনে ধরেছে। আমরা যদিও এমন কিছুর প্রত্যাশা করেছিলাম, আগের দিন অনুশীলন করেছিলাম শুষ্ক মাঠে। তবে এখানে খেলা কঠিন এবং দেখার জন্যও এটা খুব ভালো কিছু নয়। বল মাঠে থমকে গেছে বারবার, খুব একটা গতিময় ছিল না। এটা তো এমনকি গেটাফের জন্যও ভালো নয়।

মাঠ ভালো থাকতে হবে, এটা তো একটা মৌলিক ব্যাপার। তবে এটা কোনো অজুহাত নয় এবং আমাদের দ্রুত পথে ফিরতে হবে। মাঠের অবস্থা যতটা অস্বস্তিকর ছিল, সেটা বিবেচনায় এক পয়েন্টও খারাপ নয়।’ কেবল মাঠ নয়, বার্সেলোনা কোচের আপত্তি ম্যাচ শুরুর সময় নিয়েও। তিনি বলেন, ‘আমরা রোদে খেলে অভ্যস্ত নই, সাধারণত রাতে ম্যাচ খেলি। তবে এটাকেও অজুহাত হিসেবে দাঁড় করাতে চাই না, আমাদের মানিয়ে নিতে হবে।

কারণ, পরের রোববার আবার এই সময়েই খেলতে হবে আমাদের।’ তবে জাভি যেমনই বলুন বার্সা যে ফর্মে নেই তাদের খেলা দেখে বোঝা যাচ্ছে। সব প্রতিযোগিতা মিলিয়ে এ নিয়ে টানা তিন ম্যাচে গোল করতে ব্যর্থ হলো বার্সা। এর আগে লিগ ম্যাচেই জিরোনা ও কোপা দেল রে সেমিফাইনালের ফিরতি লেগে রিয়ালের বিপক্ষে গোলের দেখা পায়নি জাভির দল। গেটাফের বিপক্ষে দ্বিতীয়ার্ধে মিডফিল্ডার ফ্রাঙ্ক কেসি ও ডিফেন্ডার জার্দি আলবাকে তুলে নিয়ে দুই ফরোয়ার্ড আনসু ফাতি ও ফেরান তোরেসকে নামান জাভি।

৬৮ মিনিটে মাঠে নামার সঙ্গে সঙ্গেই বার্সার হয়ে ১০০তম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেন তিনি। ৮৭ মিনিটে আবার রাফিনিয়াকে তুলে নিয়ে মিডফিল্ডার পাবলো তোরেকে নামান জাভি। তাতেও গোলের দেখা পায়নি বার্সা। গেটাফের বিপক্ষে ড্রয়ের পরও বার্সা রিয়ালের চেয়ে ১১ পয়েন্ট ব্যবধানে এগিয়ে শীর্ষেই রয়েছে। ২৯ ম্যাচে কাতালানদের পয়েন্ট ৭৩। সমান ম্যাচে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৬২।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ