ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

নিজের ব্যাটিং নিয়ে যা বললেন রোহিত

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ এপ্রিল ১৯ ১০:৩৫:৩৬
নিজের ব্যাটিং নিয়ে যা বললেন রোহিত

আর তাঁর দ্বিতীয় ম্যাচেই বল হাতে অনবদ্য পারফরম্যান্স করলেন জুনিয়র তেন্ডুলকর। ২.৫ ওভার বল করে দিলেন মাত্র ১৮ রান। তুলে নিলেন তাঁর আইপিএল কেরিয়ারের প্রথম উইকেটও। ভুবনেশ্বর কুমারকে শেষ ওভারে আউট করে এবং মাত্র পাঁচ রান দিয়ে দলের ১৪ রানে জয় নিশ্চিত করলেন‌ তিনি। ম্যাচ শেষে অর্জুনের প্রশংসা শোনা গেল মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন রোহিত শর্মার গলাতেও। তিনি জানিয়েছেন শেষ ৩ বছর অর্জুন মু্ম্বই দলের সদস্য। অর্জুন জানে ওকে কি করতে হবে। এ দিন যেন একটা বৃত্ত সম্পূর্ণ হল।

এ দিন মু্ম্বইয়ের ১৯২ রানের জবাবে ১৭৮ রানেই অলআউট হয়ে যায় সানরাইজার্স হায়দরাবাদ। জয়ের পর মু্ম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন, ‘হায়দরাবাদে আমার প্রচুর স্মৃতি রয়েছে। আমি এখানে তিন বছর খেলেছি। দলের হয়ে আইপিএলের ট্রফিও জিতেছি। এখানে ফিরে আসতে পেরে আমি সত্যিই খুব ভালোবাসি। দলে নবীনদের থিতু হতে সাহায্য করাটাই আমার প্রধান লক্ষ্য। আমাদের এই দলে বেশ কয়েকজন রয়েছেন যারা আগে আইপিএলে খেলেনি। আমাদেরকে তাদেরকে সবসময়ে পূর্ণ সমর্থন করতে হবে। সমর্থন পেলেই ওরা নিজেদের সেরা পারফরম্যান্স করতে পারবে। যেমনটা আমরা শেষ কয়েকটা ম‌্যাচে দেখেছি।’

রোহিত আরও জানান, ‘আমি ব্যাট হাতে এই মুহূর্তে যে খেলাটা খেলছি তাতে আমি খুশি। এই দলে আমার ভূমিকাটা আলাদা। আক্রমণাত্মক খেলে সুর বেঁধে দেওয়াটাই আমার কাজ। আমি জানি আমাদের কাউকে একটা বড় ইনিংস খেলতে হবে। আমাদের ব্যাটিং লাইন আপটা বেশ দীর্ঘ। আমরা চাই এই ব্যাটাররা ২২ গজে নেমে ভয়ডরহীনভাবে খেলুক। আমরা গত মরশুমেও তিলককে (বর্মা) দেখেছি। আমরা সকলেই জানি ওর ক্ষমতা। ওর ব্যাটিংয়ের প্রতি মনোভাবটা আমার খুব ভালো লাগে। ও বোলারকে দেখে না, বলকে দেখে ব্যাট করে। আমরা নিশ্চিতভাবেই ওকে বেশ কয়েকটি দলের হয়ে খেলতে দেখতে চাই।’

অর্জুন প্রসঙ্গে বলতে গিয়ে রোহিত বলেন, ‘শেষ ৩ বছর অর্জুন মু্ম্বই ইন্ডিয়ান্স দলের সদস্য। ও জানে তাকে কি করতে হবে। অর্জুন যথেষ্ট আত্মবিশ্বাসী। আজ একটা বৃত্ত সম্পূর্ণ হল। অর্জুন নিজের পরিকল্পনার বিষয়ে খুব স্বচ্ছ ধারনা রাখে।নতুন বলকে অর্জুন সুইং করানোর চেষ্টা করে এবং ডেথ ওভারে ইয়র্কার দেওয়া চেষ্টা করে।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ