ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

ব্রেকিং নিউজঃ পাকিস্তান সিদ্ধান্ত না বদলালে নতুন সিদ্ধান্ত নিয়ে যাচ্ছে ভারত

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ মে ০১ ১৬:০৯:১২
ব্রেকিং নিউজঃ পাকিস্তান সিদ্ধান্ত না বদলালে নতুন সিদ্ধান্ত নিয়ে যাচ্ছে ভারত

নিরাপত্তার অযুহাত দেখিয়ে পাকিস্তানে যেতে চায় না ভারত। সেটা আগেই তারা জানিয়ে দিয়েছে। এমন অবস্থায় ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আর বাকি ম্যাচগুলো পাকিস্তানে আয়োজন করতে রাজি হয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড।

এই ব্যাপারে কিছুটা সায়ও দিয়েছিলেন বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সচিব জয় শাহ। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভা শেষে ভারতে গিয়েই নিজের সিদ্ধান্ত বদলে ফেলেছেন তিনি। পাকিস্তানের দেয়া এমন মডেলের বিরোধিতাও করেছেন।

ভারতীয় বেশ কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, পাকিস্তান যদি এশিয়া কাপ নিরপেক্ষ কোনো ভেন্যুতে আয়োজন না করে তবে এশিয়া কাপই হবে না। সেই সঙ্গে তারা পাঁচ দলের ভিন্ন একটি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে। যদিও বাকি দলগুলো কারা হতে পারে সেই ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।

এরই মধ্যে এশিয়া কাপ নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করতে পাকিস্তানকে অনানুষ্ঠানিক প্রস্তাব দিয়েছিল। যদিও সেই প্রস্তাব মেনে নেয়নি পিসিবি। এশিয়া কাপ পাকিস্তানে না হলে শ্রীলঙ্কা এই টুর্নামেন্ট আয়োজন করতে চায়। এ ছাড়া আরব আমিরাতও এশিয়া কাপ আয়োজন করতে রাজি।

পাকিস্তান ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির কথা ভেবে এশিয়া কাপের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়াতে চাচ্ছে না। তারা দ্রুতই এই ব্যাপারটির সমাধান চায়। এই ব্যাপারে কথা বলতে আগামী সপ্তাহেই আরব আমিরাতে যাওয়ার কথা ছিল পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠির। তবে ব্যক্তিগত কারণে তিনি সেই সফর বাতিল করেছেন। তবে এশিয়া কাপ নিয়ে দ্রুতই বড় কোনো সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ