ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

এবার নিষিদ্ধ হলেন মেসি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ মে ০৩ ১০:৪৭:১৪
এবার নিষিদ্ধ হলেন মেসি

সাম্প্রতিক সময়ে ফুটবল বিশ্বের বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি গত রোববার লিগ ওয়ানের ম্যাচে লরিয়ঁর বিপক্ষে ৩-১ গোলে হারে ফুটবল বিশ্বের অন্যতম শক্তিশালী ক্লাব পিএসজি। নিজেদের ঘরের মাঠে সেই ম্যাচে অনেকটাই নিষ্প্রভ ছিলেন এই আর্জেন্টাইন সুপারস্টার।

এই ম্যাচের পরে পরিবার নিয়ে সৌদি আরব সফরে যান লিও। মৌসুমের শেষ সময়ে মেসির এই যাত্রা ভালোভাবে নেয়নি পিএসজি। এর ফলে তাকে আগামী দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করা হয়েছে মেসিকে। নিষিদ্ধ থাকাকালীন এই সময়ে তিনি ক্লাবটির কোনো খেলা ও অনুশীলনে অংশ নিতে পারবেন না। এমনকি এই সময়ে কোনো পারিশ্রমিকও পাবেন না মেসি।

বিবিসি জানিয়েছে, সৌদি আরবে যাওয়ার আগে অনুমতি চেয়ে ব্যর্থ হন মেসি। তিনি মধ্যপ্রাচ্যের দেশটির পর্যটনশিল্পের শুভেচ্ছাদূত হিসেবে অনেক দিন ধরেই কাজ করছেন। ক্লাব অনুমতি না দিলেও সৌদিতে ছুটি কাটাতে চলে যান মেসি।

এদিকে এমন নিষেধাজ্ঞার ফলে আগামী মৌসুমে মেসির পিএসজি না থাকার গুঞ্জন আরও জোরালো হলো। তার ভবিষ্যৎ গন্তব্য নিয়ে জল্পনাকল্পনা এখন এক নতুন মোড় নিল। ফলে আগামী গ্রীষ্মে তিনি কোন ক্লাবে যোগ দেন, সেটাই এখন দেখার বিষয়।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ