ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

এক নজরে দেখে নিন কেকেআরের সম্ভাব্য একাদশ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ মে ০৮ ১১:৪৭:০২
এক নজরে দেখে নিন কেকেআরের সম্ভাব্য একাদশ

এমনিতেও পঞ্জাব কিংসের বিরুদ্ধে কেকেআরের ম্যাচ যে শুধু ডু অর ডাই ম্যাচ তা নয়, এই ম্যাচ নাইটদের কাছে বদলারও। কারণ মোহালিতে দুই দলের প্রথম সাক্ষাতে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ৭ রানে জয় পেয়েছিল শিখর ধওয়ানের দল। ফলে আজ সে হিসেব মিটিয়ে দেওয়ার ম্যাচ কেকেআরের।

শেষ ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় কেকেআরের আত্মবিশ্বাস বাড়িয়েছে। সেই ম্যাচে দলের বোলিং অ্যাটাক ভালো পারফর্ম করলেও ব্যাটিং অ্যাটাকের ধারাবাহিকতার অভাব চিন্তায় রেখেছে টিম ম্যানেজমেন্টকে। ফলে পঞ্জাব কিংসের বিরুদ্ধে কেকেআরের প্রথম একাদশ কী হবে তা নিয়ে জল্পনা রয়েছে।

এক নজরে দেখে নিন কেকেআরের সম্ভাব্য একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, জেসন রয়, ভেঙ্কটেশ আইয়র, নীতিশ রানা (অধিনায়ক), রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, শার্দুল ঠাকুর, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, সুয়াশ শর্মা। ইমপ্যাক্ট প্লোয়ার: বৌভব অরোরা, অনুকুল রয়, এন জগদীশান, মনদীপ সিং, জনসন চার্লস।

অপরদিকে, শিখর ধওয়ানের পঞ্জাব কিংসের অবস্থাও অনেকটা একই। প্লে অফের রাস্তা মসৃণ রাখতে হলে কেকেআরের বিরুদ্ধে জয় চাই পঞ্জাবের। শেষ ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে ২১৪ রান করেও হার বড় ধাক্কা দিয়েছে দলকে। কেকেআরের বিরুদ্ধে পঞ্জাবের দল নিয়েও রয়েছে জল্পনা।

পঞ্জাব কিংসের সম্ভাব্য একাদশ: শিখর ধওয়ান (অধিনায়ক), প্রভসিমরণ সিং, অথর্ব তাইদে, ম্যাথু শর্ট, লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা, স্যাম কারন, শাহরুখ খান, ন্যাথান এলিস, রাহুল চাহার, অর্শদীপ সিং। ইমপ্যাক্ট প্লেয়ার: হরপ্রীত ব্রার, ঋষি ধওয়ান, মোহিত রাঠি, শিবম সিং, হরপ্রীত সিং।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ