ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

নিজেকে ফিরে পেতে নতুন পরিকল্পন সাজাচ্ছে আফিফ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ মে ১৫ ২০:৪৯:৫৭
নিজেকে ফিরে পেতে নতুন পরিকল্পন সাজাচ্ছে আফিফ

ঘরের মাঠে এমন পারফরম্যান্সের পর ওয়েস্ট ইন্ডিজ 'এ' দলের বিপক্ষে বাংলাদেশ 'এ' দলের সিরিজের দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার আফিফ। এই সিরিজে দলকে নেতৃত্বও দেবেন তিনি। আসন্ন এই সিরিজে তিনটি আনঅফিসিয়াল টেস্ট খেলবে বাংলাদেশ 'এ' দল। সবগুলো ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।

এই সিরিজে সিলেটের পেস বান্ধব ঘাসের উইকেট পাবেন বলে আশাবাদী আফিফ। ব্যাটাররাও পারফর্ম করতে পারবেন বলে মনে করেন তিনি। বাংলাদেশ 'এ' দলের বেশিরভাগ ক্রিকেটারই ব্যস্ত ছিলেন প্রিমিয়ার লিগে। বাকি ক্রিকেটাররা আগে থেকেই এই সিরিজের প্রস্তুতি নিয়েছেন। সব মিলিয়ে প্রস্তুতি মনঃপূত না হলেও সিরিজ নিয়ে বেশ ভালো আশায় আছেন আফিফ।

তিনি বলেন, 'সাধারনত যে রকম উইকেট থাকে মনে হয় না এরকম উইকেট থাকবে। বাউন্সি উইকেট থাকার কথা, গ্রাসি। এই উইকেট বিবেচনায় আমাদের পেস বোলিং ইউনিটও বেশ ভালো আছে। আশা করছি পেস বোলিং ইউনিট, ব্যাটসম্যানরা মিলে ভালো একটা সিরিজ শেষ করতে পারবো।'

সব সময় আক্রমণাত্মক খেলার ধারণা থেকে থেকে সরে এসে পরিস্থিতি অনুযায়ী খেলার দিকেই বেশি মনোযোগ আফিফের। প্রথম শ্রেনির ক্রিকেটেও লম্বা সময় ধরে খেলছেন এই মিডল অর্ডার ব্যাটার। সেই অভিজ্ঞতার নিরিখেই পারফরম্যান্স করে যেতে চান তিনি।

সবসময় আক্রমণাত্মক ক্রিকেট খেলতে হবে এমনটা না। পরিস্থিতি অনুযায়ী খেলার চেষ্টা করবো। আর আমাদের প্রথম শ্রেণির যে খেলাগুলো হয় ওখানেও আমি খেলেছি। সবসময় যে আক্রমণাত্মক খেলেছি এমন না। পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করার চেষ্টা করেছি। এখানেও সেটা করবো।'

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ