এশিয়া কাপ-বিশ্বকাপ বয়কটের হুশিয়ারি দিল পাকিস্তান

এবার সেটা জোরালো হলো আরও খানিকটা। শুধু তাই নয় আয়োজনের স্বত্ব হারালে এশিয়া কাপও বয়কট করতে পারে বাবর আজম-মোহাম্মদ রেজাওন এর পাকিস্তান। এমনটাই জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নাজাম শেঠি।
ক্রিকেট বিশ্বের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সূচি অনুযায়ী চলতি বছরের সেপ্টেম্বরে পাকিস্তানের মাটিতে হওয়ার কথা রয়েছে এশিয়া কাপের এবারের আসর। তবে ভারত পাকিস্তানে যেতে না চাওয়ায় বেধেছে বিপত্তি। রাজনৈতিক বৈরিতার কারণে লম্বা সময় ধরেই ভারত-পাকিস্তানের মাঝে শীতল সম্পর্ক বিদ্যমান। যার প্রভাব পড়েছে দুই দেশের ক্রিকেটেও।
প্রায় এক দশক কেটে গেলেও হচ্ছে দুই দলের মাঝে দ্বিপাক্ষিক কোনো সিরিজ। আইসিসি কিংবা এসিসি টুর্নামেন্ট ছাড়া বিরাট কোহলি-বাবর আজমদের মাঠের লড়াই আর দেখা যায় না। সেটাও অবশ্য নিরপেক্ষ ভেন্যুতে। এশিয়া কাপ দিয়ে লম্বা সময় পর পাকিস্তানের মাটিতে খেলার সুযোগ ভারতের। তবে নিরাপত্তার অজুহাত দেখিয়ে সেখান থেকে সরিয়ে দাঁড়িয়েছে তারা।
বিসিসিআইয়ের চাওয়া অনুযায়ী তাদেরকে নিরপেক্ষ ভেন্যু দিয়ে ‘হাইব্রিড’ মডেলের প্রস্তাও দিয়েছিল পাকিস্তান। যদিও সেটা ফলপ্রসূ হয়নি। নাজাম জানিয়েছেন, ভারতের চাওয়া পুরো টুর্নামেন্ট হোক পাকিস্তানের বাইরে। পিসিবি অবশ্য নিজেদের খেলাগুলো ঘরের মাঠে খেলতে চায়।
বিসিসিআইকে যৌক্তিক সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানিয়ে রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে নাজাম শেঠি বলেন, ‘তারা (ভারত) সব ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে চায়। বিসিসিআইয়ের একটা যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া উচিত যাতে আমাদের জন্য বিষয়টা নিয়ে এগিয়ে যেতে কোনো সমস্যা না হয়।’
‘ভারতের এমন কোনো পরিস্থিতি তৈরি করা উচিত নয়, যাতে আমাদের এশিয়া কাপ ও বিশ্বকাপ বয়কট করতে হয় এবং ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফি বয়কট করতে হয়। এতে খুবই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে।’
এশিয়া কাপ আয়োজন করতে না পারলে তারা যে ভারত বিশ্বকাপ বয়কট করতে পারেন সেটার সম্ভাবনার কথা নিশ্চিত করেছেন নাজাম শেঠি। তিনি বলেন, ‘অবশ্যই খুব বাস্তব সম্ভাবনা আছে (বিশ্বকাপ বয়কটের)।’ ভারতের মাটিতে বাবর-রিজওয়ানদের নিরাপত্তা নিয়েও দুশ্চিন্তা দেখছেন পিসিবির প্রধান।
সেই কারণে ভারতের মতো নিরপেক্ষ ভেন্যু চায় পাকিস্তান। যেখানে তাদের চাওয়া বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত কিংবা শ্রীলঙ্কার ভেন্যু। নাজাম শেঠি বলেন, ‘ভারতে আমাদের দলের নিরাপত্তা নিয়ে আমাদেরও দুশ্চিন্তা আছে। তাই পাকিস্তানকে ঢাকা, আরব আমিরাত কিংবা শ্রীলঙ্কায় খেলতে দেওয়া হোক।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে কারসাজির চক্র: দুর্বল কোম্পানির শেয়ারের দামে অস্বাভাবিক উল্লম্ফন
- ৩ কোম্পানির কারখানায় ঝুলছে তালা, ক্ষোভ বাড়ছে বিনিয়োগকারীদের
- শেষ হলো মেলবোর্ন স্টার্স বনাম বাংলাদেশের মধ্যকার রুদ্ধশ্বাস ম্যাচ
- এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াড জায়গা পেলেন যারা
- এশিয়া কাপ ২০২৫: তিন ওপেনার নিয়ে বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা
- রপ্তানি আয়ের ৮ হাজার কোটি টাকা গায়েব: কেয়া গ্রুপ ও চার ব্যাংককে তলব
- ভারত বনাম বাংলাদেশ : ৯০ মিনিটের খেলা শেষ, জেনে নিন ফলাফল
- শেয়ারবাজার স্থিতিশীলতায় আইসিবির বিশেষ তহবিল থাকবে ২০৩২ সাল পর্যন্ত
- ভারত বনাম বাংলাদেশ: গোল, গোল, ৮০ মিনিটের খেলা শেষ
- বদলে গেল ফোনের ডায়াল প্যাড, জানুন আসল কারণ ও আগের অবস্থায় ফেরানোর উপায়
- বদলে গেল আপনার ফোনের ডায়াল প্যাড, আতঙ্ক নয় সমাধান আছে, জেনে নিন
- ৮ প্রতিষ্ঠানের লভ্যাংশ ঘোষণা, ছয় কোম্পানির বিনিয়োগকারীরা খেলো ধাক্কা
- ‘ক্ষমতা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি’—ড. ইউনূস
- গুজব না সত্য: যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা হাসিনার পদত্যাগপত্র খুঁজে পায়নি
- ভারত বনাম বাংলাদেশ: প্রথমার্ধের খেলা শেষ, জানুন সর্বশেষ ফলাফল