ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

লখনউয়ের কাছে হারের পর বড় বয়ান মুম্বাই অধিনায়ক রোহিতের

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ মে ১৭ ১২:৩৪:১৬
লখনউয়ের কাছে হারের পর বড় বয়ান মুম্বাই অধিনায়ক রোহিতের

এদেরই একজন ইংলিশ তারকা বেন স্টোকস। ১৬ দশমিক ২৫ কোটি রুপিতে তাকে দলে নেয় চেন্নাই সুপার কিংস। তবে মাত্র দুটি ম্যাচেই সিএসকের একাদশে খেলেছেন এ অলরাউন্ডার। এবার দুটি ম্যাচ শেষেই বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ছেড়ে ইংল্যান্ডে যাচ্ছেন তিনি। আইপিএলের এবারের আসরে চোটের কারণে ডাগ-আউটেই কেটেছে তার বেশির ভাগ সময়।

ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, আগামী শনিবার (২০ মে) বিকেলে গ্রুপপর্বের শেষ ম্যাচের পরপরই আইপিএল ছেড়ে যাবেন তিনি। এদিন দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নামবে চেন্নাই। তবে এ ম্যাচেও স্টোকসের খেলার কোনো সম্ভাবনা নেই।

এদিকে আগামী ১৬ জুন থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম ভেন্যুতে ঐতিহ্যবাহী অ্যাশেজে মাঠে নামবে ইংল্যান্ড। আর এ দলের অধিনায়ক বেন স্টোকসই। তাই অ্যাশেজের আগে প্রস্তুতি হিসেবে আইরিশদের বিপক্ষে টেস্ট খেলবে ইংলিশরা। আইপিএলের চলতি আসরে তাকে আর পাওয়ার সম্ভাবনা নেই।

তবে দীর্ঘদিন ধরেই হাঁটুর চোটে ভুগছেন এ অলরাউন্ডার। তার ভাষ্য, টেস্টে ফেরার আগে নিজেকে যথেষ্ট সময় দিতেই আইপিএল থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ