ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

এই মৌসুমে মেসি-সহ যাদের ক্লাবের সঙ্গে চুক্তির মেয়াদ ফুরাচ্ছে

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ মে ১৮ ১৭:২২:১৪
এই মৌসুমে মেসি-সহ যাদের ক্লাবের সঙ্গে চুক্তির মেয়াদ ফুরাচ্ছে

জুনের ৩০ তারিখেই পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ ফুরাবে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির। এর আগে নতুন করে চুক্তি নবায়ন না করলে ৩০ জুনের পর দলবদল ফি ছাড়াই পছন্দমতো দলে যোগ দিতে পারবেন ৩৫ বছর বয়সী বিশ্বকাপজয়ী মহাতারকা।

তবে নানা ইস্যুতে বর্তমান ক্লাবের সঙ্গে মেসির সম্পর্ক এমন জায়গায় পৌঁছেছে যে, নতুন করে পিএসজির সঙ্গে চুক্তি নবায়নের সম্ভাবনা নেই বললেই চলে। তাই বলা যায়, ৩০ জুনের পর মেসি যে নতুন গন্তব্যে পাড়ি জমাচ্ছেন তা মোটামুটি নিশ্চিত।

কিন্তু কোথায় যাবেন মেসি?–সম্ভাব্য দল হিসেবে মোটামুটি আলোচনায় তিনটি দল। প্রথমেই আসছে বার্সেলোনার নাম। ২০২১ সালের জুনে আর্থিক সমস্যার কারণে বার্সেলোনা ছেড়ে দেয় মেসিকে। সে সময় মেসি ক্লাবের সমর্থকদের কাছে ওয়াদা করেন, ফের ফিরবেন এই ক্লাবে।

ভাবা হচ্ছিল, হয়তো আর খেলোয়াড় নয়, বরং অবসরের পর অন্য কোনো ভূমিকায় মেসি ফিরবেন বার্সেলোনায়। কিন্তু এখন খেলোয়াড় হিসেবেও ফেরার সম্ভাবনা দেখা দিয়েছে। তাকে ক্লাবে ফেরাতে চেষ্টা শুরু করে দিয়েছে ক্লাবটির শীর্ষ কর্তারা।

সম্ভাবনা আছে মেসির ইউরোপ ছেড়ে আমেরিকা বা সৌদি আরবে পাড়ি জমানোর। মেজর লিগ সকারের দল ইন্টার মিয়ামি তো দীর্ঘদিন থেকেই মেসিকে দলে ভেড়ানোর চেষ্টা করছে। আমেরিকা যে তার পছন্দ তা অনেকবারই বলেছেন মেসি। তাই অনেকেই দুইয়ে দুইয়ে চার মেলানোর চেষ্টাও করেছেন। তবে সাম্প্রতিক সময়ে সব গুঞ্জন ছাপিয়ে জোরালো গুঞ্জন মেসির সৌদি আরব যাওয়ার।

সৌদি আরবের ক্লাব আল হিলাল তো রেকর্ড পরিমাণ চুক্তি এরই মধ্যে প্রস্তাব দিয়ে রেখেছে। আর সম্প্রতি এএফপি জানিয়েছে, আগামী মৌসুমে সৌদি আরবের ক্লাবে খেলার ব্যাপারে এরই মধ্যে মৌখিক চুক্তি সেরে ফেলেছেন এই আর্জেন্টাইন। যদিও সে দাবি নাকচ করে দিয়েছেন তিনি।

তবে শুধু মেসিই নয়, চলতি মৌসুম শেষে বর্তমান ক্লাবের সঙ্গে চুক্তির মেয়াদ ফুরাচ্ছে আরও অনেকেরই। যে তালিকায় আছেন সার্জিও রামোস, ইলকায় গুন্দোগান, সার্জিও বুস্কেটস, অ্যাঞ্জেল ডি মারিয়ার মতো নাম। রিয়ালকে শিরোপা দিয়ে মুড়িয়ে দেয়া করিম বেনজেমা, লুকা মদ্রিচ ও টনি ক্রুসেরও বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে এই জুনে। তবে ক্লাবের ইচ্ছায় আরও এক বছরের জন্য নতুন চুক্তিতে সম্মত হয়েছে এই তিন তারকা।

সার্জিও রামোস: রিয়াল মাদ্রিদের হয়ে চারবার চ্যাম্পিয়ন্স লিগ জেতার পর দুই বছর আগে মেসির সঙ্গেই পিএসজিতে যোগ দেন রামোস। প্রথম মৌসুমটা ইনজুরিতেই কেটেছে রামোসের। দ্বিতীয় মৌসুমে অবশ্য নিয়মিতই মাঠে নেমেছেন। তবে ৩৭ বছর বয়সী কিংবদন্তির পারফরম্যান্সে খুব বেশি সন্তুষ্ট নয় ক্লাব। তবে আরও এক মৌসুম তাকে দলে রাখতে চায় প্যারিসের দলটি। কিন্তু গুঞ্জন আছে পিএসজি ছেড়ে মেজর লিগ সকার বা সৌদি আরবে পাড়ি দিতে পারেন রামোস।

করিম বেনজেমা, লুকা মদ্রিচ, টনি ক্রুস: রিয়াল মাদ্রিদকে পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগসহ অসংখ্য শিরোপা জেতানো এই তিন তারকার ক্লাবের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে জুনেই। তবে তিনজনকেই আরও এক মৌসুম ক্লাবে দেখা যাবে বলেই জানিয়েছে ইউরোপের গণমাধ্যমগুলো। ক্লাবের সঙ্গে আরও এক বছরের চুক্তি করতে সমর্থ হয়েছেন তিনজনই।

ডেভিড ডি গেয়া: সেরা সময় পার করে আসা ডি গেয়া এখন মাঝেমাঝেই করেন অমার্জনীয় ভুল। চলতি মৌসুমে তার ভুলেই ইউরোপা লিগ থেকে বিদায় নিতে হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। জুনেই ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে তার। এরপর ক্লাব তাকে নতুন প্রস্তাব দেবে কি না, তা নিশ্চিত নয় এখনও। তবে ইংলিশ গণমাধ্যমের খবর, বেতন কমিয়ে আরও এক মৌসুমের জন্য ক্লাব তাকে নতুন চুক্তির প্রস্তাব দেবে। সেটি মানা বা না-মানা সম্পূর্ণ তার ব্যাপার।

অ্যাঞ্জেল ডি মারিয়া: আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতা অ্যাঞ্জেল ডি মারিয়াকে যে য়্যুভেন্তাস এই মৌসুম শেষে চুক্তির মেয়াদ শেষ হলেই ছেড়ে দেবে তা আগেই জানিয়ে দিয়েছে। মূলত আর্জেন্টাইন তারকার উচ্চ বেতনের জন্যই তাকে ধরে রাখতে চাচ্ছে না সিরি আ'র রেকর্ড চ্যাম্পিয়নরা। রিয়াল মাদ্রিদের সাবেক তারকাকে দলে ভেড়ানোর প্রস্তাব দিয়েছিল সৌদি আরবের একটি ক্লাব, কিন্তু তিনি সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। তবে বার্সেলোনা তাকে দলে ভেড়াতে চায় বলে গুঞ্জন আছে।

ম্যাটস হামেলস: জার্মানির বিশ্বকাপজয়ী ডিফেন্ডারের সঙ্গে এই মৌসুম শেষেই চুক্তির মেয়াদ ফুরাচ্ছে বরুশিয়া ডর্টমুন্ডের। তবে সংবাদমাধ্যম বলছে, আরও এক মৌসুম এই ক্লাবেই দেখা যেতে পারে হামেলসকে। ক্লাব নাকি তাকে আরও এক মৌসুমের জন্য চুক্তির প্রস্তাব দিচ্ছে।

সার্জিও বুস্কেটস: বার্সেলোনায় পেপ গার্দিওলার গড়া সর্বজয়ী দলটার শেষ সদস্য হিসেবে এতদিন তিনিই টিকে ছিলেন। কিন্তু এই মৌসুম শেষেই তার সঙ্গে ক্লাবের চুক্তি শেষ হচ্ছে। বুস্কেটসও এরই মধ্যে জানিয়ে দিয়েছেন মৌসুম শেষে ক্লাব ছাড়ার কথা, যদিও কোচ জাভি হার্নান্দেজ তাকে আরও এক মৌসুম থেকে যাওয়ার প্রস্তাব দিয়েছিলেন। বুস্কেটসের সম্ভাব্য গন্তব্য হিসেবে মেজর লিগ সকার কিংবা সৌদি আরবের লিগের কথা শোনা যাচ্ছে।

ইলকায় গুন্দোগান: চলতি মৌসুমে দারুণ ফর্মে ম্যানচেস্টার সিটির এই জার্মান মিডফিল্ডার। লিগের শিরোপা মোটামুটি নিশ্চিত। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও উঠে গেছে রিয়াল মাদ্রিদকে বিধ্বস্ত করে। সামনে দ্বিতীয় ইংলিশ ক্লাব হিসেবে ট্রেবলের হাতছানি। কিন্তু এটিই সিটিতে এই মিডফিল্ডারের শেষ মৌসুম হতে পারে। পেপ গার্দিওলার দলের গুরুত্বপূর্ণ সদস্য হলেও ক্লাবের সঙ্গে আর্থিক বিষয়ে বনিবনা হচ্ছে না গুন্দোগানের। ক্লাব তাকে যে অর্থের প্রস্তাব দিচ্ছে তা তার চাওয়ার অনেক কম।

মিলান স্ক্রিনিয়ার: ইন্টার মিলানের স্লোভাক ডিফেন্ডার হয়তো নিজের সিদ্ধান্তের জন্য মাথা চাপড়াবেন এখন। এই জুনেই বর্তমান ক্লাবের সঙ্গে চুক্তির মেয়াদ ফুরালে তিনি পাড়ি জমাবেন পিএসজিতে। অথচ ক্লাব ছাড়ার আগে উঠে গেছেন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। যে জায়গায় পৌঁছাতে গত দুই মৌসুম ধরে কি না করছে পিএসজি!

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ