ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

কোহলির ব্যাটিং দেখে মুগ্ধ তার চরম শত্রু দল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ মে ১৯ ১১:৫৯:১১
কোহলির ব্যাটিং দেখে মুগ্ধ তার চরম শত্রু দল

প্রায় ৪ বছর পর আইপিএলে শতরান করলেন বিরাট। আজকের ম্যাচে রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরু দলের অধিনায়ক ফাফ ডু প্লেসিস টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন । প্রথম থেকেই সানরাইজ হায়দ্রাবাদ-এর উপর চাপ তৈরি করে রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরু।

দলের হয়ে ভালো শুরু দিলেও মাইকেল ব্রেসওয়েলের বলে ১৪ বলে ১১ রান করে প্যাভিলিয়নে ফেরেন অভিষেক ও ওই ওভারেই ১২ বলে ১৫ বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন ত্রিপাঠিও। তবে, ৫১ বলে ৮ টি চার এবং ৬ টি ছক্কা হাঁকিয়ে ১০৪ বানান এবং হার্শাল প্যাটেলের বলে হারান নিজের উইকেট। হ্যারি ব্রুকের প্রচেষ্টায় নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রান বানাতে সক্ষম হয়েছে SRH। তবে, জবাবে, ব্যাটিং করতে এসে প্রথম থেকেই মারমূখী মনোভাব নিয়ে ব্যাটিং করতে দেখা গেল ফাফ ডু প্লেসিস ও বিরাট কোহলিকে। ব্যাটিং করতে এসে আবার একবার শতরানের মুখ দেখলেন কিং কোহলি। ষষ্ঠ বার শতরান করলেন আইপিএলে। পাশাপাশি ৭১ রানের অসাধারণ ইনিংস খেললেন ক্যাপ্টেন ফাফ।

কোহলির ইনিংস দেখে মুগ্ধ হয়েছে লাখনাও সুপার জাইন্ট দল। এই দলের সঙ্গে অতটাও সম্পর্ক ভালো না কোহলির। কারণ এবছর ই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে খেলার সময় বিরাট কোহলির সঙ্গে সমস্যায় জড়ান গৌতম গম্ভীর ও নবীন উল হক, ম্যাচ শেষেও ইনস্টাগ্রামে চলতে থাকে লড়াই। তবে, আজকে বিরাটের মাস্টারক্লাস দেখে টুইট করতে ভুললো না লাখনাও সুপার জাইন্ট দলের টুইটার হ্যান্ডেলের এডমিন। আপাতত পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে রয়েছে লাখনাও সুপার জাইন্ট ও আজকের ম্যাচ জিতে চতুর্থ স্থানে উঠে আসলো বেঙ্গালুরু। বাঁকি ৩ দিনেই স্পষ্ট হয়ে যাবে প্লে অফে কোয়ালিফাই করা দলগুলির নাম।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ